নার্সিংহোম বন্ধ

South Dinajpur News: বৈধ কাগজ ছাড়াই রমরমিয়ে চলছিল ব্যবসা! নার্সিংহোম বন্ধ করে দিল প্রশাসন

দক্ষিণ দিনাজপুর: জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অনুমতি কিংবা বৈধ কাগজপত্র না নিয়েই রমরমিয়ে চলছিল নার্সিংহোম। এবারে সেই সমস্ত নার্সিংহোমগুলি বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন। প্রসঙ্গত, প্রতিদিনই ব্যাঙের ছাতার মতন গঙ্গারামপুর, বুনিয়াদপুর সহ জেলার বিভিন্ন এলাকায় গজিয়ে উঠছে বেসরকারি নার্সিংহোম। এই সমস্ত নার্সিংহোম গুলিতে রোগীদের চিকিৎসার জন্য সঠিক পরিকাঠামোর পাশাপাশি ২৪ ঘন্টা চিকিৎসকের সুবিধা পর্যন্ত নেই বললেই চলে।

গত সপ্তাহে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পুরসভার একাধিক বেসরকারি নার্সিংহোমে অভিযান চালানো হয়। অভিযোগ, পরিকাঠামোহীন ও লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গেলেও তা নবীকরণ না করিয়েই কাজ চালিয়ে যাচ্ছিল নার্সিংহোমগুলি। জেলা স্বাস্থ্য ভবনের সংশ্লিষ্ট বিভাগে বিষয়টি জানা থাকলেও তা ধামচাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:স্বাদে মাংসকে হার মানাবে! মারকাটারি পুষ্টিগুণ, দেখতে সাপের মতো ত্যাড়া ব্যাকা, বলুন তো কী?

এ বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন,”আগামীতেও এই ধরনের অভিযান চলবে। বৈধ কাগজপত্র রাখতে হবে প্রতিটি নার্সিংহোমকে এবং এটা একটা রেগুলার মনিটরিং এর বিষয়।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান,”গঙ্গারামপুর মহকুমার তিনটি নার্সিংহোমের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতন পরিকাঠামো ছিল না। ওই তিনটি নার্সিংহোম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গঙ্গারামপুরের একটি নার্সিংহোমকে শোকজ করা হয়েছে।” মাঝে মাঝেই এই সমস্ত নার্সিংহোমগুলোর বিরুদ্ধে ভুল চিকিৎসা সহ একাধিক অভিযোগ উঠে আসে খবরের শিরোনামে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী