দোলযাত্রা-হোলির আন্তরিক অভিনন্দন, দেশবাসীকে রঙিন শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: দোলযাত্রা-হোলির আন্তরিক অভিনন্দন, রাজ্যবাসীকে রঙিন শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ২৫ মার্চ অর্থাৎ আজ হোলি উৎসব৷ গোটা দেশজুড়ে রঙের উৎসব পালিত হবে মহাসমারোহে ৷ রঙের খেলায় মাতবেন ছোট থেকে বড়রা৷ গোটা দেশবাসীকে রঙিন হোলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দোলের দিন সকালেই গোটা দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নিজের সোশ্যাল মিডিয়ায় দোলের শুভেচ্ছা বার্তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন- ‘সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। শান্তি-সম্প্রীতি-ভালবাসার রঙে বাংলার প্রতিটি মানুষের জীবন রাঙিয়ে উঠুক এই প্রার্থনা করি। সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।’ রঙিন হোলির শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

গতকাল অর্থাৎ রবিবার X হ‍্যান্ডেলে দেশবাসীর উদ্দ‍্যেশ‍্যে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সোশ‍্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। দেখে নিন পোস্টটি,

,

আরও পড়ুন: জোড়া পশ্চিমী ঝঞ্ঝা! বজ্রবিদ‍্যুত্‍-সহ বৃষ্টি ‘এইসব’ রাজ‍্যে, দোলে বঙ্গের আকাশে বড় বদল, আবহাওয়ার নতুন আপডেট চমকে দেবে

পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘দেশে আমার সকল পরিবারকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। স্নেহ ও সদ্ভাবের রঙে সজ্জিত এই ঐতিহ্যবাহী উৎসব আপনাদের সকলের জীবনে নতুন শক্তি ও নতুন উদ্যম নিয়ে আসুক।’ আজ হোলিতে মেতে উঠবে কাশ্মীর থেকে কন‍্যাকুমারী। দেশবাসীর দোল উত্‍সব যাতে আনন্দের সঙ্গে কাটে, সেই শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোলি খুশির উ‍ত্‍সব। রঙের উত্‍সব। দোলের শুভেচ্ছাবার্তায় দেশের সকল পরিবারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।