প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী

Popular Singer Death: প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আচমকাই থেমে গেল সুরেলা কন্ঠস্বর, শোকস্তব্ধ মিউজিক ইন্ডাস্ট্রি

ফের দুঃসংবাদ সঙ্গীত জগতে৷ থেমে গেল সুরেলা কন্ঠস্বর৷ প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী হানিয়া আসলাম৷ গত ১১ অগাস্ট অকালেই না ফেরার দেশে চলে যান গায়িকা৷ ইনস্টাগ্রামে জেব বঙ্গশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ সঙ্গীত শিল্পীর মৃত্যুর শোকের ছায়া পড়েছে মিউজিক ইন্ডাস্ট্রিতে৷

কোক স্টুডিও পাকিস্তানে তাঁর গান সকলকে মুগ্ধ করেছিল৷ এই শো থেকেই জেব এবং হানিয়ার চল দিয়া গানটি জনপ্রিয় হয়েছিল৷ সোমবার সকালে ইনস্টাগ্রামে জেব একটি ছবি শেয়ার করেন৷ তাঁর এই ছবির কমেন্টে সমস্ত ভক্তরা সমবেদনা জানিয়েছেন৷

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

হানিয়া খুবই প্রতিভাবান ছিলেন৷ তাঁর গানও সকলকে মুগ্ধ করেছে৷ তাঁর সমস্ত অনুরাগীরা আত্মার শান্তি কামনা করেছেন৷ উল্লেখ্য, করাচিতে জন্মগ্রহণ করেন হানিয়া আসলাম৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি৷ পাকিস্তানে সঙ্গীতজগতে তাঁর অবদানও ছিল বিরাট৷ এমন প্রতিভাবান সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷