Tag Archives: coke studio

Popular Singer Death: প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আচমকাই থেমে গেল সুরেলা কন্ঠস্বর, শোকস্তব্ধ মিউজিক ইন্ডাস্ট্রি

ফের দুঃসংবাদ সঙ্গীত জগতে৷ থেমে গেল সুরেলা কন্ঠস্বর৷ প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী হানিয়া আসলাম৷ গত ১১ অগাস্ট অকালেই না ফেরার দেশে চলে যান গায়িকা৷ ইনস্টাগ্রামে জেব বঙ্গশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ সঙ্গীত শিল্পীর মৃত্যুর শোকের ছায়া পড়েছে মিউজিক ইন্ডাস্ট্রিতে৷

কোক স্টুডিও পাকিস্তানে তাঁর গান সকলকে মুগ্ধ করেছিল৷ এই শো থেকেই জেব এবং হানিয়ার চল দিয়া গানটি জনপ্রিয় হয়েছিল৷ সোমবার সকালে ইনস্টাগ্রামে জেব একটি ছবি শেয়ার করেন৷ তাঁর এই ছবির কমেন্টে সমস্ত ভক্তরা সমবেদনা জানিয়েছেন৷

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

হানিয়া খুবই প্রতিভাবান ছিলেন৷ তাঁর গানও সকলকে মুগ্ধ করেছে৷ তাঁর সমস্ত অনুরাগীরা আত্মার শান্তি কামনা করেছেন৷ উল্লেখ্য, করাচিতে জন্মগ্রহণ করেন হানিয়া আসলাম৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি৷ পাকিস্তানে সঙ্গীতজগতে তাঁর অবদানও ছিল বিরাট৷ এমন প্রতিভাবান সঙ্গীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

Ma Lo Ma Viral Song: ‘মা লো মা-আমি করলাম কী’- তুমুল ভাইরাল বাংলা কোক স্টুডিও-র এই গান! শুরু বিতর্ক!

কলকাতা: কোক স্টুডিও বাংলা দেশের গানকে এক অন্য মাত্রা এনে দিয়েছে! এখানে শুধু যে বাংলা দেশের গান গাওয়া হয়, তা নয়! দুই বাংলার গানই জায়গা করে নিয়েছে! হিন্দি কোক স্টুডিয়োর মতোই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বাংলা দেশের কোক স্টুডিও ! এই বাংলা কোক স্টুডিয়োতে মিউজিক পরিচালনা করছেন অর্ণব! শুধু মিউজিক নয় গোটা বিষয়টাই তাঁর মাথায় থাকে! সম্প্রতি এখানে মুক্তি পেয়েছে নতুন গান ‘মা লো মা’! যা ইতিমধ্যে গোটা বিশ্বে সারা ফেলেছে! এই গানে কণ্ঠ দেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও আলি হাসান। প্রকাশের পরই শ্রোতারা লুফে নেয় গানটি। এরইমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে এটি।

তবে মুক্তির সঙ্গে সঙ্গে এই গান নিয়ে বির্তকও শুরু হয়েছে! কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে বলা হয়েছে এই গানটির গীতিকার বাউল আব্দুল খালেক দেওয়ান! এই নাম নিয়েই শুরু হয় সমস্যা! নেত্রকোণার সংস্কৃতি কর্মীরা বলছেন, এই গানটি খুব জনপ্রিয় ভাটি গান! এটি প্রয়াত বাউল রশিদ উদ্দিনের গান! এই নিয়ে সভাও করা হয়! ভুল প্রচার করা হচ্ছে বলে নানা মন্তব্য উঠে আসছে! এমনকি মামলা করার কথাও বলা হচ্ছে! এই গানটিতে বাংলাদেশের লোক শিল্পের ছোঁয়া রয়েছে!

যদিও কোক স্টুডিও বাংলার তরফ থেকে জানা যায়, ‘মালো মা’ গানটি লিখেছিলেন ঢাকার সাধক-কবি ও শিল্পী খালেক দেওয়ান। প্রায় একই সুরে এবং কথায় ‘মাগো মা’ নামের একটি গান লেখেন নেত্রকোনার বাউলসাধক রশিদ উদ্দিন। এই দুটি গানের মধ্যে মিল থাকার জন্যই নানারকম প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন ‘মাগো মা’ কে বদলে ‘মা লো মা’ করা হয়েছে! বাকি সবটাই নাকি এক! যদিও এই বিতর্কের মাঝেই এই গান এখন টপ ভাইরাল! বিশ্বের মানুষ এই গানের প্রেমে পড়েছেন! বাংলাদেশের বিশেষ কিছু মিউজিক তুলে এনে বসানো হয়েছে এই গানে! যা আপনাকে ভাবাতে বাধ্য করবে! বিতর্কের জল কতদূর গড়াবে বলা মুশকিল! তবে এই গান যে মন ছুঁয়ে যাবে, তা নিয়ে সন্দেহের জায়গাই নেই!