দেশ Cold Wave Alert 2024: বর্ষার পরে শীতের বাজারে লা নিনার ভয়ঙ্কর খেলা! হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘিরে ধরবে শৈত্যপ্রবাহ, বাম্পার আপডেট IMD-র Gallery October 17, 2024 Bangla Digital Desk লক্ষ্মীপুজো শেষ এবার আসছে কালীপুজো, কালীপুজো বা দীপাবলির অর্থ একটু একটু শীত শীত ভাব ৷ প্রতীকী ছবি ৷ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই হেমন্তের শুষ্কতা অনুভব করা হয়নি ৷ এর জেরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে ৷ প্রতীকী ছবি ৷ নিম্নচাপ বিদায় নেওয়ার পরে কি আস্তে আস্তে তাপমাত্রার পতন হবে? শীত এবার কেমন পড়বে সারা দেশে? প্রতীকী ছবি ৷ এই নিয়েই নানান চিন্তা ভাবনা বা জল্পনাও চলছে রীতিমত আকারে ৷ লা নিনায় ভুগবে ভারত? বড়সড় সঙ্কেত মৌসম ভবনের ৷ প্রতীকী ছবি ৷ এবার চরম ঠান্ডা পড়তে চলেছে সারা দেশে, বিশেষত উত্তর ভারতে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের সঙ্গে সঙ্গে বিহারেও ঠান্ডা খেলা দেখাতে পারে ৷ প্রতীকী ছবি ৷ ঠান্ডায় রীতিমত হাড় কাঁপাবে বলেই জানতে পারা গিয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকেই ৷ প্রতীকী ছবি ৷ কালীপুজো থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে এমনই সঙ্কেত হাওয়া অফিসের ৷ গরমও প্রচন্ড পড়েছিল ২০২৪-এ, বর্ষাও স্বাভাবিকের থেকে বেশি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷ প্রায় ৮ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বর্ষাকালে ৷ লা নিনা প্রভাবে পড়তে ব্যাপক ঠান্ডা, এলনিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হয় শীতও পড়তে চায়না ৷ প্রতীকী ছবি ৷ কিন্তু লা নিনা এক্কেবারে বিপরীত ৷ কালীপুজোর পর থেকে তাপমাত্রার পারাপতন হতে চলেছে ৷ জানিয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র (মৌসম ভবনের অধিকর্তা) ৷ প্রতীকী ছবি ৷ পশ্চিমবঙ্গে চরম ঠান্ডা পড়বে? পুরোপুরি নির্ভর করেছে আবহাওয়ার সিস্টেমের উপরে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে কোনও সিস্টেম? প্রতীকী ছবি ৷ অতীতের অভিজ্ঞতার কথা যদি স্মরণ করা যায় সেক্ষেত্রে বলা যেতে ব্যাপক ঠান্ডার সম্ভাবনা বাংলায়, সারাদেশে রেকর্ড ঠান্ডা যদি পরে বাংলা বাঁচবেনা সেক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷