শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও সদ্যোজাত মৃত শিশুর দেহ! ঘটনায় চাঞ্চল্য! বিভাগীয় তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের। তদন্তে পুলিশও।
গতকালই প্রসব যন্ত্রণা নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এক প্রসূতী। রাতেই প্রসব করানো হয়। কিন্তু মৃত শিশুপুত্রের জন্ম দেন। পরিবারের লোকেদেরও বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার মৃত শিশু নিতে এলে জানতে পারেন উধাও মৃত শিশু! কিন্তু কীভাবে?
আরও পড়ুন: দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, হলদে-নোংরা দাঁত পরিষ্কার করার সহজ উপায় জানুন! ঝকঝক করবে হাসি
হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন! সিসিটিভির ওই সময়ে ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল বলে জানান হাসপাতালেরই ভারপ্রাপ্ত সুপার। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কথাও স্বীকার করেছেন তিনি। বিভাগীয় তদন্ত শুরু। কিন্তু গাফিলতি কার?
মৃত শিশুটিকে ওয়ার্ডেই একটি ট্রে’তে রাখা হয়েছিল। ভারপ্রাপ্ত সুপারের দাবি, হয়তো সকালে ব্যবহৃত বায়োমেট্রিকেল সামগ্রী ফেলার সময়ে পলিথিনে মোড়ানো মৃত শিশুটিও চলে যেতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু। কর্তব্যরত স্বাস্থ্যকর্মী, নিরাপত্তারক্ষীদের প্রাথমিক জেরা চলছে। অন্যদিকে, প্রসূতি সুস্থ থাকায় এদিন ছুটি দেওয়া হয়েছে। তাঁর পরিবার তদন্তের দিকে তাকিয়ে।