আসলে ওজন বাড়াতে চান বা কমাতে, দুই ক্ষেত্রেই কিন্তু নিয়মিত আপনার ওজন সঠিকভাবে পরীক্ষা করা সমান গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও ততটাই মনোযোগ দেওয়া জরুরি যতটা আপনি খাওয়া এবং ব্যায়াম করার জন্য দিচ্ছেন।

Weight gain risk: রোগা থেকে মোটা হতে চেয়েছিলেন কলেজ ছাত্রী! চিকিৎসক ওষুধ দিতেই পিংলায় সর্বনাশ

দিগ্বিজয় মাহালি, পিংলা: বাড়ি থেকে বার বার নিষেধ করা হয়েছিল৷ তবু সেই পরামর্শকে উপেক্ষা করেই রোগা থেকে মোটা হওয়ার জন্য হাতুড়ে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন কলেজ ছাত্রী৷ শেষ পর্যন্ত অবশ্য নিজের এই সিদ্ধান্তের চরম খেসারত দিতে হল ওই ছাত্রীকে৷ চিকিৎসক ওষুধ দেওয়া মাত্রই ওই ছাত্রীর মৃত্যু হয় বলে অভিযোগ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়৷

মৃত ওই ছাত্রীর নাম শম্পা দে৷ তিনি পিংলার শ্যামসুন্দর এলাকার বাসিন্দা৷ অভিযোগ, এ দিন দুপুরে ওই চিকিৎসক ছাত্রীর বাড়িতে এসে স্যালাইনের সঙ্গে স্টেরয়েড জাতীয় একটি ওষুধ প্রয়োগ করেন৷ এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ছাত্রীর৷

আরও পড়ুন: সাধ ছিল আর একবার ভোট দেবেন! ইচ্ছেপূরণের দশ মিনিটের মধ্যেই হাওড়ায় মৃত্যু বৃদ্ধার

ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রীর পরিবারের সদস্যরা৷ তাঁদের অভিযোগ, ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর৷ অভিযুক্ত চিকিৎসককে গাছে বেঁধে রাখেন গ্রামবাসীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়্গপুর লোকাল থানার পুলিশ৷ অভিযুক্ত চিকিৎসককে আটক করে নিয়ে যায় পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

জানা গিয়েছে, শম্পা মাদপুর কলেজের ছাত্রী ছিলেন৷ রোগা হওয়ায় বেশ কিছুদিন ধরেই মোটা হওয়ার চেষ্টা করছিলেন তিনি৷ সেই সূত্রেই বাড়ির কাছে শাঁকোয়া গ্রামের এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর৷ যদিও বার বার ওই ছাত্রীকে এসব না করতে পরামর্শ দিয়েছিলেন পরিবারের সদস্যরা৷ শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন ওই ছাত্রী৷