মাটির কলসে অর্থ সংগ্রহ 

Malda News: বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল মাটির কলসে! অভিনব উদ্যোগ কলেজ পড়ুয়াদের 

মালদহ: মাটির কলসে অর্থ সংগ্রহ কলেজ পড়ুয়াদের। কলেজের প্রতিটি ক্লাসে গিয়ে কলস এগিয়ে দিচ্ছে একদল পড়ুয়া। সেই কলসে অনান্য পড়ুয়ারা যে যার মত টাকা দিচ্ছে। এমন রাস্তায় কলস হাতে এদিক ওদিক ঘুরেও অর্থ সংগ্রহ মালদহ কলেজের পড়ুয়াদের। তারপর সেই অর্থে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা গ্রহণ করে।

শুধুমাত্র মাটির কলসে অর্থ সংগ্রহ নয়, মালদহ কলেজের পড়ুয়ারা সোশ্যাল মাধ্যম বা অনলাইন পেমেন্টের মাধ্যমেও অর্থ সংগ্রহ করে বন্যা,কবলিত দূর্গতদের জন্য। তারপর সেই টাকায় নানা প্রয়োজনীয় সামগ্রী কিনে সেগুলি বিতরণ করে। কলেজ পড়ুয়া মহম্মদ ইফতেখার আহমেদ বলেন, বন্যা দুর্গতদের জন্য আমরা অর্থ সংগ্রহ করেছি। মাটির কলস ও অনলাইন মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন:পুজোর বাজার মাতাচ্ছে ‘জিমিচুর’! বাংলার কাপড়কে টেক্কা দিচ্ছে এ কোন শাড়ি?

মালদহের মানিকচক ব্লকের ভুতনি বন্যা কবলিত এলাকায়। মালদহের মানিকচক ব্লকের ভুতনির একাধিক গ্রাম বন্যার জলে জলমগ্ন। চরম দুর্দশার মধ্যে রয়েছে এই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষ। প্রায় ৫০ হাজার টাকা সংগ্রহ করে পড়ুয়ারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ