Tollywood News: ‘সব প্রমাণ আছে, ওঁকে ফাঁসাইনি’! অরিন্দমের বিরুদ্ধে মুখ খুললেন অভিযোগকারিণী

কলকাতা: বড় বিপাকে পরিচালক অরিন্দম শীল। টলিউডের এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন মহিলা কমিশনে। ডিরেক্টিরস অ্যাসোসিয়েশনের নির্দেশে নিলম্বিত করা হয় তাঁকে। এরপরেই ডায়মন্ড হারবার রোডের বিষ্ণুপুর থানায় অরিন্দমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে। তবে নিজের স্বপক্ষে যুক্তি দিতে পিছপা হননি ‘শবর’-এর পরিচালক।

নিউজ18 বাংলার মাধ্যমে অরিন্দম প্রশ্ন রেখেছিলেন, সেটে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে যাওয়ার সময় কেন মুখ খোলেননি অভিনেত্রী? তিনি মনে করছেন, তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য়ই কোনও ষড়যন্ত্র করা হচ্ছে। অরিন্দমের এই অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য় জানালেন অভিযোগকারিণী। তাঁর কথায়, “POSH-এর গাইডলাইন অনুযায়ী হেনস্থার কথা সবার আগে কর্মক্ষেত্রের কর্তৃপক্ষকে জানাতে হয়। তাই ঘটনা ঘটার পরে তাঁদেরই আগে জানিয়েছিলাম। মৌখিক এবং লিখিতভাবে।”

এখানেই শেষ নয়। অভিযোগকারিণী জানান, তাঁর কাছে সব তথ্য়প্রমাণ আছে। তাঁর কথায়, “আমি নিয়ম মেনে এক্ষেত্রে প্রযোজককে ঘটনার পরই সবটা মেসেজে জানিয়েছিলাম। তারপর উপস্থিত কার্যনির্বাহী প্রযোজককে সবটা জানিয়েছিলাম। মহিলা কমিশনে সব প্রমাণ দেওয়া আছে। প্রয়োজনে পুলিশকেও দেব।”

আরও পড়ুন: ‘…সিসিটিভি লাগিয়ে ঘুরে বেড়াতে হবে!’ FIR হতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অরিন্দম

আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ! পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন

অভিযোগকারিণী জানান, অরিন্দম আইনি পথে হাঁটলে, তিনিও তাই করবেন। আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে। নিয়ম মেনে এগিয়েছেন বলেই অভিযোগ দায়ের হতে কিছুটা সময় লেগেছে। অরিন্দম দাবি করেছিলেন, সেই ঘটনার পরেও, খুব স্বাভাবিকভাবে শ্যুটিং করেছিলেন অভিযোগকারিণী। সেই বিষয়ে তিনি বলেন, “প্রোজেক্টটিতে অনেকগুলো টাকা নিয়োগ করা হয়েছিল। তাই কাজটি করেছিলাম। আমার কাছে সব তথ্য়প্রমাণ আছে। ওঁকে ফাঁসানোর কোনও অভিপ্রায় আমার নেই।”