প্লাস্টিকের বোতল

Health Tips: নরম পানীয় বা ‘মিনারেল ওয়াটার’-এর বোতলে জল রাখেন? কত বড় ভুল করছেন? জানলে শিউরে উঠবেন

প্লাস্টিক সহজলভ্য তাই প্লাস্টিকের তৈরি বোতলের দামও কম, টেকসই-ও বেশি। তাই কম সময়ে প্লাস্টিকের জনপ্রিয়তা বেড়েছে। তবে প্লাস্টিকের বোতলে জল খেয়ে স্বাস্থ্যের সঙ্গে আপোষ করছেন না তো? একাধিক গবেষণায় প্লাস্টিকের কুফল তুলে ধরা হয়েছে। ডাক্তার চিন্ময় দেব গুপ্ত জানান, অনেকে তো আবার একবার ব্যবহারযোগ্য কোল্ড ড্রিংকসের বোতলেও দিনের পর দিন জল রেখে খাচ্ছেন। এতে আরও গুরুতর সমস্যা দানা বাঁধছে। ফলে বাড়িতে হোক বা রাস্তায়, প্লাস্টিকের বোতল এড়িয়ে চলুন। নইলে এই সমস্যাগুলি চেপে ধরবে।
প্লাস্টিক সহজলভ্য তাই প্লাস্টিকের তৈরি বোতলের দামও কম, টেকসই-ও বেশি। তাই কম সময়ে প্লাস্টিকের জনপ্রিয়তা বেড়েছে। তবে প্লাস্টিকের বোতলে জল খেয়ে স্বাস্থ্যের সঙ্গে আপোষ করছেন না তো? একাধিক গবেষণায় প্লাস্টিকের কুফল তুলে ধরা হয়েছে। ডাক্তার চিন্ময় দেব গুপ্ত জানান, অনেকে তো আবার একবার ব্যবহারযোগ্য কোল্ড ড্রিংকসের বোতলেও দিনের পর দিন জল রেখে খাচ্ছেন। এতে আরও গুরুতর সমস্যা দানা বাঁধছে। ফলে বাড়িতে হোক বা রাস্তায়, প্লাস্টিকের বোতল এড়িয়ে চলুন। নইলে এই সমস্যাগুলি চেপে ধরবে।
প্লাস্টিকের বোতলে জল রাখছেন? বড় বিপদ ডেকে আনছেন। বোতলভর্তি জলে গুঁড়ো প্লাস্টিকের কণা মিশে থাকে এমন তথ্য আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা বলছে, প্লাস্টিকের বোতল থেকে জল খেলে সেই প্লাস্টিকের কণাগুলি শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়।
প্লাস্টিকের বোতলে জল রাখছেন? বড় বিপদ ডেকে আনছেন। বোতলভর্তি জলে গুঁড়ো প্লাস্টিকের কণা মিশে থাকে এমন তথ্য আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা বলছে, প্লাস্টিকের বোতল থেকে জল খেলে সেই প্লাস্টিকের কণাগুলি শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়।
 প্লাস্টিকের কণা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। দিনের পর দিন রক্তে  প্লাস্টিকের কণা মিশতে থাকলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শরীরে বেড়ে যায় টক্সিনের মাত্রা। হার্ট-ও বিকল হতে পারে।
প্লাস্টিকের কণা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। দিনের পর দিন রক্তে  প্লাস্টিকের কণা মিশতে থাকলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শরীরে বেড়ে যায় টক্সিনের মাত্রা। হার্ট-ও বিকল হতে পারে।
প্লাস্টিকে থাকে বিপিএ নামক একটি কেমিক্যাল যা শরীর ইস্ট্রোজেনের মতো ব্যবহার করে। সূর্যরষ্মির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়া হলে নানা ধরণের  ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হয়।এই তালিকায় একদম উপরের দিকে রয়েছে ডায়াক্সিনের নাম। এই রাসায়নিকটি কিন্তু ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি করে।
প্লাস্টিকে থাকে বিপিএ নামক একটি কেমিক্যাল যা শরীর ইস্ট্রোজেনের মতো ব্যবহার করে। সূর্যরষ্মির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়া হলে নানা ধরণের  ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হয়।এই তালিকায় একদম উপরের দিকে রয়েছে ডায়াক্সিনের নাম। এই রাসায়নিকটি কিন্তু ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি করে।
প্লাস্টিকের বোতলে প্যাথেলেটস নামক ক্ষতিকর উপাদান পুরুষদের শরীরে স্পার্ম কাউন্টও কমিয়ে দিতে পারে।
প্লাস্টিকের বোতলে প্যাথেলেটস নামক ক্ষতিকর উপাদান পুরুষদের শরীরে স্পার্ম কাউন্টও কমিয়ে দিতে পারে।