দলিল লেখক সম্মেলনের সাধারণ মানুষের প্রতারণার কম করতে বিশেষ উদ্যোগ

সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা রুখতে তৎপর দলিল লেখক সম্মেলন, উঠল বড় দাবি

হাওড়া: নিরাপত্তা-সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হল হাওড়া জেলায়। বেশ কিছু দাবি-দাওয়াকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাওড়া জেলা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য সভাপতি সেখ গোলাম কুদ্দুস, পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক দীপক কুমার দাস,পশ্চিমবঙ্গ দলিত লেখক সমিতির রাজ্য কোষাধ্যক্ষ রূপচাঁদ বেরা সহ বিশিষ্টরা।

আরও পড়ুন- ভারতের জার্সিতে খেলা ক্রিকেটারের ছেলে এবার খেলছেন ইংল্যান্ডের জার্সিতে

এই সম্মেলনে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির হাওড়া জেলার নেতৃত্ব-সহ রাজ্য নেতৃত্বের বেশ কিছু প্রতিনিধিরাও অংশগ্রহণ করে সম্মেলনকে সাফল্য মন্ডিত করেন।

জনগণের স্বার্থে দলিল লেখকদের দাবিগুলো হল, দলিল লেখকদের পেশার সার্বিক নিরাপত্তা দিতে হবে, রেজিস্ট্রি অফিসের মধ্যে অবৈধ ব্যক্তিবর্গের প্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে, প্রতিটি অফিসে জনসাধারণের জন্য বসার ও শোবার ব্যবস্থা করতে হবে, প্রতিটি জেলার প্রতিটি অফিসে ডিইওদের বদলি অবিলম্বে কার্যকর করতে হবে, জাল দলিল বন্ধ করতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন- জয় শাহ আইসিসি চেয়ারম্যান! বিসিসিআই-এর মসনদে তা হলে এবার কে? শোনা যাচ্ছে বড় নাম

এরই পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি রাখেন সংগঠনের নেতৃত্বরা। এ প্রসঙ্গে সংগঠনের সম্পাদক দীপক কুমার দাস জানান , বিগত প্রায় ১৫ বছর সুরহার পেতে একাধিক দাবি নিয়ে এই আন্দোলন।

রাকেশ মাইতি