সময়ের সঙ্গে কর

Convective Clouds: আকাশ ছেয়েছে ঘন কালো মেঘে, সাইক্লোনের ফলে তৈরি কনভেকটিভ ক্লাউড, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

Convective Clouds: ওড়িশার পারাদ্বীপে ডপলার ওয়েদার র‍্যাডারে থেকে দেখা হিসাবে ঘূর্ণিঝড় "DANA" -র পশ্চিম পরিধির সঙ্গে যুক্ত সংবহনশীল মেঘ রয়েছে৷ লেটেস্ট আইএমডি সাইক্লোন আপডেটে জানিয়েছে এই মুহূর্তে সাইক্লোনের গতি সমুদ্রের উপর গত ৬ ঘণ্টায় ১২ কিমি হিসেবে এগোচ্ছে৷
Convective Clouds: ওড়িশার পারাদ্বীপে ডপলার ওয়েদার র‍্যাডারে থেকে দেখা হিসাবে ঘূর্ণিঝড় “DANA” -র পশ্চিম পরিধির সঙ্গে যুক্ত সংবহনশীল মেঘ রয়েছে৷ লেটেস্ট আইএমডি সাইক্লোন আপডেটে জানিয়েছে এই মুহূর্তে সাইক্লোনের গতি সমুদ্রের উপর গত ৬ ঘণ্টায় ১২ কিমি হিসেবে এগোচ্ছে৷
এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সাইক্লোনটি৷ ওড়িশার পারাদ্বীপের ৪৬০ কিমি দক্ষিণ পূর্বে রয়েছে এই ঘূর্ণাবর্তটি৷ অন্যদিকে সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৫৪০ কিমি দূরে অবস্থান করছে৷ অন্যদিকে ওড়িশার ধামড়ার থেকে ৪৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সাইক্লোনটি৷ ওড়িশার পারাদ্বীপের ৪৬০ কিমি দক্ষিণ পূর্বে রয়েছে এই ঘূর্ণাবর্তটি৷ অন্যদিকে সাগর দ্বীপের দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৫৪০ কিমি দূরে অবস্থান করছে৷ অন্যদিকে ওড়িশার ধামড়ার থেকে ৪৯০ কিমি দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে৷
আর কিছুক্ষণের মধ্যেই এই সাইক্লোনটি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে৷ ২৪ তারিখ এটি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরেই আসল ওয়েদারের বদল শুরু হবে৷ ইতিমধ্যেই এই সাইক্লোনের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে৷
আর কিছুক্ষণের মধ্যেই এই সাইক্লোনটি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে৷ ২৪ তারিখ এটি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরেই আসল ওয়েদারের বদল শুরু হবে৷ ইতিমধ্যেই এই সাইক্লোনের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ইতঃস্তত, বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে৷

 

তবে এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পরিণত হবে পশ্চিমবঙ্গের তিন জেলায়৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে৷
তবে এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পরিণত হবে পশ্চিমবঙ্গের তিন জেলায়৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে৷
আগেই ওয়েদার মডেলে পূর্বাভাস দেওয়া হয়েছিল এই সাইক্লোনের ল্যান্ডফল হবে পুরী ও সাগর দ্বীপের মধ্যে কোথাও ল্যান্ডফল হবে৷ যা এখন আরও পরিষ্কারভাবে জানা যাচ্ছে ভিতরকণিকা-ধামড়ার মধ্যে কোথাও হবে৷
আগেই ওয়েদার মডেলে পূর্বাভাস দেওয়া হয়েছিল এই সাইক্লোনের ল্যান্ডফল হবে পুরী ও সাগর দ্বীপের মধ্যে কোথাও ল্যান্ডফল হবে৷ যা এখন আরও পরিষ্কারভাবে জানা যাচ্ছে ভিতরকণিকা-ধামড়ার মধ্যে কোথাও হবে৷
তবে ঝড়ের গতিতে এখনও কোনও পরিবর্তন হয়নি৷ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইবে৷
তবে ঝড়ের গতিতে এখনও কোনও পরিবর্তন হয়নি৷ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইবে৷
উপকূলবর্তী জেলাগুলিতে এই হাওয়ার গড় গতি থাকবে ৭০- ৮০ কিমি প্রতি ঘণ্টা৷ অন্যদিকে এই সাইক্লোনের আইয়ের ল্যান্ডফল যেখানে হবে সেখানে ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷
উপকূলবর্তী জেলাগুলিতে এই হাওয়ার গড় গতি থাকবে ৭০- ৮০ কিমি প্রতি ঘণ্টা৷ অন্যদিকে এই সাইক্লোনের আইয়ের ল্যান্ডফল যেখানে হবে সেখানে ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷
ল্যান্ডফলের সময় যখন দানা সমুদ্র থেকে স্থলভাগে পৌঁছবে তখন গাস্টিং স্পিড ১২০ কিমি প্রতি ঘণ্টা হবে৷ শনশন করে বয়ে যায়৷
ল্যান্ডফলের সময় যখন দানা সমুদ্র থেকে স্থলভাগে পৌঁছবে তখন গাস্টিং স্পিড ১২০ কিমি প্রতি ঘণ্টা হবে৷ শনশন করে বয়ে যায়৷