Hardik: হার্দিক যেন নতুন ধোনি! অধিনায়কত্ব থেকে পারফরমেন্স, সবেতেই বাজিমাত ক্যাপ্টেনের

মুম্বই: বছর খানেক আগে তিনি ক্রিকেটে আর ফিরতে পারবেন কিনা প্রায় প্রশ্নটা দেখা দিত। অস্ত্রোপচার করার পর দীর্ঘদিন বল করতে পারছিলেন না হার্দিক পান্ডিয়া। কিন্তু তারপর যখন কাম ব্যাক করলেন অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে চুপ করিয়ে দিলেন সকলকে। গুজরাত টাইটানসকে প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন করলেন। ব্যাট এবং বলে অবদান রাখলেন।

কিন্তু এক বছর পর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অধিনায়ক হিসেবে ব্যাপক উন্নতি হয়েছে। একটা ম্যাচ রিড করার ক্ষমতা, বোলিং থেকে ফিল্ডিং কখন কোনটা পরিবর্তন প্রয়োজন এই মুহূর্তে শিখতে হবে তাকে দেখে। হার্দিক পান্ডিয়া প্রকৃত একজন কমপ্লিট অধিনায়ক হয়ে উঠছেন।

ক্রিকেট পন্ডিতরা বলা শুরু করে দিয়েছেন পরবর্তী মহেন্দ্র সিং ধোনি হতে চলেছেন হার্দিক। বিশেষ করে লখনউ এবং গুজরাত ম্যাচটা যেভাবে শান্ত থেকে প্রায় হারার মুখ থেকে তিনি ছিনিয়ে এনেছেন তারপর হার্দিক পান্ডিয়ার প্রশংসা অবশ্যই প্রাপ্য। বিভিন্ন সংবাদমাধ্যমে ক্যাপ্টেন হার্দিকের জয়গান।

নিজে রান করেছেন, বল করেছেন, ক্যাচ ধরেছেন – বুক চিটিয়ে নেতৃত্ব দিয়েছেন। দেখে মনে হচ্ছে ভারতের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া সবদিক থেকে তৈরি। এমনকি একদিনের বিশ্বকাপেও প্রয়োজনে রোহিত শর্মাকে ইনপুট দিতে পারবেন তিনি। সুনীল গাভাসকার থেকে কপিল দেব প্রশংসা করেছেন হার্দিক পান্ডিয়ার। সাহস আছে বটে ছেলেটার। নিজেকে মানুষ হিসেবে এবং ক্রিকেটার হিসেবে যেভাবে পরিণত করেছেন সেটা সবাই পারে না।

আসলে হার্দিক চ্যাম্পিয়ন ক্রিকেটার। আগে হয়তো ক্রিকেটের বাইরে পাঁচটা জিনিস নিয়ে ভাবতেন। এই মুহূর্তে তার ধ্যান জ্ঞান শুধু ক্রিকেট নিয়ে। একটি সাক্ষাৎকারে হার্দিক বলেছিলেন ছেলের জন্য নিজেকে অনেক বদলে ফেলেছেন তিনি। মানুষ হিসেবে অনেক শান্ত এবং পরিণত হয়েছেন। মাথা ঠান্ডা করতে শিখেছেন। সেটা থেকেই বোঝা যাচ্ছে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া

এখন গুজরাত এবং টিম ইন্ডিয়ার সম্পদ হয়ে উঠেছেন। মহেন্দ্র সিং ধোনি যেমন একাধিকবার প্রায় হেরে যাওয়া ম্যাচের ভাগ্য বদলে দিতেন, তার কিছুটা আভাস দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার মধ্যে। হার্দিক বলছেন ছটা ম্যাচ খেলে তার দল চারটে জয় পেয়েছে এটা বড় কথা নয়। চ্যাম্পিয়ন হওয়া নিয়েও ভাবতে চান না। শুধু প্রত্যেকটা ম্যাচ আলাদা করে ভাবতে চান। তারপর কোথায় তারা পৌঁছবেন এটা ভবিষ্যতের ব্যাপার।