কুলার দেখছে ছাত্র ছাত্রীরা

South 24 Parganas News: অবশেষে স্বস্তি! গরম থেকে বাঁচাতে বিরাট সিদ্ধান্ত, এই স্কুলে বসানো হল কুলার

দক্ষিণ ২৪ পরগনা: অতিরিক্ত গরমের হাত থেকে ছাত্র-ছাত্রীদের স্বস্তি দিতে স্কুলে বসানো হয়েছে কুলার।  দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা এফ পি স্কুলের নিজস্ব প্রচেষ্টায় বেশ খুশি পড়ুয়ারা।

স্কুলের প্রধান শিক্ষক নিখিলকুমার সামন্ত জানিয়েছেন, এই কুলার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বসানো হয়েছে। এখন প্রকৃতি খামখেয়ালিভাবে চলছে। সেজন্য গরমের ছুটি কীভাবে দেওয়া হবে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। রাজ্যজুড়ে কোথাও তাপপ্রবাহ, কোথাও চরম আর্দ্রতা। যার জেরে স্কুলে যোগ দিতে পারছে না বহু শিশু। সেজন্য তাপমাত্রা ও আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, জুন মাসের বাকি দিনগুলিতে চাইলে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে পারবে কর্তৃপক্ষ। তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে সময় বদলের পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে।

আঞ্চলিক আবহাওয়ার কথা মাথায় রেখে স্কুলগুলিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোথায়, কত তাপমাত্রা, তাপপ্রবাহের পরিস্থিতি কেমন, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। এ ব্যাপারে প্রধান শিক্ষকদের সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, স্কুলগুলিকে গুরত্ব দিয়ে আগামীদিনে সিদ্ধান্ত নিতে হবে।