Copa America: Arg vs Bra: ডি মারিয়ার গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা, দেখুন গোলের ভিডিও

#:  লাতিন আমেরিকান ক্লাসিকোর টানে ভোর থেকে জেগে উঠেছিল গোটা বাংলার ফুটবলপ্রেমীরা৷ দুরুদুরু বক্ষে যে যার দলের সমর্থনে টিভি স্ক্রিন থেকে মোবাইল স্ক্রিন সর্বত্র চোখ সেঁটেছিল৷ আর প্রথম হাসিটা হাসল আর্জেন্টিনা৷

ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে জেন নীল -সাদা বাহিনীকে৷ রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া৷ দেখে নিন সেই গোল৷

এদিকে এদিনের ম্যাচের আগে  এ বারের কোপা আমেরিকার ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবলের এই দুই সেরা শক্তিই যে মুখোমুখি হবে, তা যেন প্রত্যাশিতই ছিল৷ আর এই ফাইনালেরই যেন অপেক্ষা করছিল গোটা ফুটবল বিশ্ব৷ এ বারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৫টিতেই জয়ী হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা৷ ব্রাজিল যেখানে ১২টি গোল করেছে, সেখানে আর্জেন্টিনা করেছে ১১ গোল৷

পরিসংখ্যান বলছে, এবারের কোপায় এখনও পর্যন্ত চারটি গোল করেছেন লিওনেল মেসি৷ পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ অর্থাৎ টুর্নামেন্টে আর্জেন্টিনা যে এগারোটি গোল করেছে, তার মধ্যে ৯টির ক্ষেত্রেই সরাসরি অবদান রয়েছে বার্সেলোনা অধিনায়কের৷ অন্যদিকে ব্রাজিলের হয়ে এবারের কোপায় দু’টি গোল করেছেন নেইমার৷ তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ পরিসংখ্যান বলছে, ফাইনালের আগে পর্যন্ত নেইমারের থেকে এগিয়ে রয়েছেন মেসি৷ কিন্তু নেইমারের দেশের মাঠে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন, সেটাই এখন দেখার৷ বিশেষজ্ঞরা বলছেন, এবারের কোপা আমেরিকার সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি৷ স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি৷ কিন্তু ১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আরও কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিততে ব্যর্থ আর্জেন্টিনা৷ মেসি নিজেই একটি বিশ্বকাপ ফাইনাল এবং তিনটি কোপা আমেরিকা ফাইনালে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন৷ এবারে তাই যেন ব্রাজিলের মাটিতেই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন ফুটবলের রাজপুত্র৷