Tag Archives: Copa America 2021

Copa America: বাবা খেলছে মাঠে, বাড়ি থেকে মেসির তিন ছেলের সেলিব্রেশন, রইল ভিডিও

#বুয়েনস আয়ার্স:  আনন্দের সংখ্যা গুণে গুণে লিখলে কী বলা যাবে, আজ মেসির ঠিক আনন্দ কতটা হল৷ কোপা আমেরিকার আয়োজকের দায়িত্ব এবার ছিল আর্জেন্টিনার কাঁধে, কিন্তু করোনা অতিমারিতে বাড়াবাড়ি হওয়ার জন্য তা যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে নেওয়া হয় ব্রাজিলে৷ মন নিঃসন্দেহে খারাপ হয়েছিল আর্জেন্টিনা ফ্যানদের৷ তার ওপর ফাইনালের আগে পরিসংখ্যানের চাপ৷ লাতিন আমেরিকায় সেরার তকমা যে দুই ফুটবল দলের আছে তারা হল ব্রাজিল ও আর্জেন্টিনা৷ এদিকে কোপা ফাইনালে শেষবারে ১৯৩৭ সালে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা৷ শেষবার কোপা জিতেছে তারা ১৯৯৩ সালে৷ তারওপর জাতীয় দলের জার্সিতে পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির কোনও ট্রফি না থাকা৷ তবে এই সব কেমন যেন বদলে গেল৷

গোটা টুর্নামেন্টেই আঁটোসাঁটো পারফরম্যান্স রেখেছিল অ্যালবিসেলেস্তে৷ রবিবার ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারানো, নিজের ক্যাবিনেটে প্রথম জাতীয় দলের জার্সিতে ট্রফি, টুর্নামেন্ট সেরা আনন্দ করার কারণ তো অনেক৷ তাই চাপা স্বভাবের মেসিও এদিন ভাসলেন আবেগে৷ আবেগে ভাসলেন তাঁর স্ত্রী অ্যান্তোনেলা৷

অ্যান্তোনেলা নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরিতেও আর্জেন্টিনার সাফল্যের একাধিক ছবি তুলে ধরেছেন৷

Antonela Roccuzzo shared several photos on Argentina's win over bRazil in Copa America Final - Photo Courtesy- Antonela Roccuzzo/ Instagram
Antonela Roccuzzo shared several photos on Argentina’s win over bRazil in Copa America Final – Photo Courtesy- Antonela Roccuzzo/ Instagram

তবে সব কিছুকে ছাপিয়ে গেছে মেসির তিন ছেলের সেলিব্রেশন৷ ভামোস আর্জেন্টিনা চিৎকারে মাতোয়ারা করে দিয়েছেন থিয়েগো, মাতেও ও সিরো৷ ভারি মিষ্টি সেই ভিডিও ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল৷

 

View this post on Instagram

 

A post shared by Antonela Roccuzzo (@antonelaroccuzzo)

কয়েক ঘণ্টার মধ্যেই মেসির স্ত্রী অ্যান্তোনেলার সোশ্যাল হ্যান্ডেলে থেকে শেয়ার হওয়া সেই ভিডিও ৩২ লক্ষ ভিউও ছাড়িয়ে গেছে৷

Copa America: মাঠ থেকে স্ত্রী আন্তোনেলাকে ফোন মেসির, পরিবারের সঙ্গে সেলিব্রেশন, Viral Video

#রিও ডি জেনেইরো: আবেগ সকলকেই ছুঁয়ে যায় কারো ক্ষেত্রে সেটার বহিঃপ্রকাশ কিছুটা বেশি, আরও কিছুটা কম৷ মেসির ক্ষেত্রেও অনেকটাই সেরকম৷ দেশের জার্সিতে এত বছরের ট্রফি খরা , অনেক সমালোচনা হজম করতে হয়েছে লিও মেসিকে৷ সব কিছুর জবাব দিলেন আজ৷ কোপা ফাইনাল জিতে নিজের ক্যাবিনেট ট্রফিতে দেশের জার্সিতে প্রথম ট্রফি জিতে নিলেন৷

এদিন ম্যাচ জয়ের পর টুকরো, টুকরো সেলিব্রেশনের মুহূর্ত যোগ হল৷ তা সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে৷ তার মধ্যে সবার নজর কাড়ল যেটা সেটা হল ফোনে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া৷

এর আগেই ফাইনালে আরও একটা গোল হলে নিঃসন্দেহে ছবিটা আরও পারফেক্ট হতে পারত , কিন্তু কোপা আমেরিকা ফাইনালে (Copa America Final) নিজের নামের পাশে গোল না থাকলে কি হবে, টুর্নামেন্টে তাঁর নামের পাশে চার গোল, টুর্নামেন্ট সেরা Lionel Messi৷ তবে সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম ট্রফি৷ ২০১৬ -তে কোপা ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল এল এম টেনকে (Lionel Messi), কিন্তু এবার ডি মারিয়ার (Di Maria) সৌজন্যে ফাইনালের গোল তাঁর ও দেশের নামে কোপা আমেরিকা তুলে দিল৷

এদিন ফাইনাল বাঁশি বাজার পরেই মাঠে দু হাতে মুখ ঢেকে মাঠে বসে পড়েন৷ ফুটবল রাজপুত্রের বিরুদ্ধে চিরকালীন অভিযোগ যে জাতীয় দলেক জার্সিতে ফ্লপ  মেসি , তাঁর পারফরম্যান্সের সব ঔজ্জ্বল্যই ক্লাব জার্সিতে৷ এর আগে তাঁর সমসাময়িক আরও দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন অন্যদিকে নেইমার জাতীয় দলের জার্সিতে কোপা জিতেছেন৷

তাই এদিন মেসি কী প্রচণ্ড ভাবে এই জয় চেয়েছিলেন তা ম্যাচ শেষে তাঁর তাৎক্ষণিক ভাবপ্রকাশে প্রমাণিত৷ দেখে নিন মেসির আবেগের সেই ভাইরাল ভিডিও৷

সাধারণত মেসিকে বলা হয় তার আবেগের প্রকাশ কম, আসলে এখানেও তাঁর দেশের আরেক লেজেন্ড মারাদোনার সঙ্গে তাঁর তুলনা হয়৷ তাঁর আবেগের বহিঃপ্রকাশ এতটাই বেশি যে মেসি তাঁর থেকে অনেক সংযত আবেগ সকলের সামনে তুলে ধরেন৷ এদিন ম্যাচের পর কোচ লিওনেল স্যাকালোনিকে কোলে তুলে নেন৷

আসলে শাপমোচনের এ় এক নতুন অধ্যায়৷ কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলায় বাজিমাত মেসির আর্জেন্টিনার৷

 

Copa America: Arg vs Bra: ব্রাজিল আক্রমণের ঢেউ সামাল, গোল্ডেন গ্লাভস পেলেন Emiliano Martinez

#রিও ডি জেনেইরো: রবিবার ভোরে বিশ্ব জোড়া আর্জেন্টাইন ফ্যানরা যাঁর ফুটবল দক্ষতাকে বারে বারে কুর্নিশ করলেন তিনি আর কেউ নন, তিনি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez) ৷  আর্জেন্টাইন এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে ২০১১ তে অভিষেক হলেও এবারের কোপা আমেরিকাতেই (Copa America Final) তিনি প্রথমবার দলের প্রথম চয়েস গোলরক্ষক হিসেবে পুরো টুর্নামেন্টে খেলেন৷

গোটা টুর্নামেন্টেই তিনি নজর কেড়েছেন অ্যালবিসেলেস্তের জার্সিতে৷ কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে পেনাল্টি শ্যুটআউট তাঁর পারফেক্ট স্পটিংকে কুর্নিশ করেছে বিশ্ব৷ এছাড়াও  যা জানা গেছে অন্দরমহল সূত্রে তা হল পেনাল্টি শ্যুটআউটের সময় কলম্বিয়ার প্লেয়ারদের মনসংযোগ ভাঙতে আজেবাজে কথা বলে চলেছিলেন তিনি৷

আর ভারতীয় সময় রবিবার ভোরে ফের একবার জাদু দেখল বিশ্ব৷  এদিন আর্জেন্টিনা বনাম ব্রাজিল (Argentina vs Brazil) পুরো ম্যাচে বল পজেশনের হিসেবে ব্রাজিলের দখলদারি ৫৯ শতাংশ অন্যদিকে তাঁদের গোলবাউন্ড মুভমেন্ট ৫ টি ৷ যার মধ্যে দুটি শট অন টার্গেট৷ আর্জেন্তাইন রক্ষণকে একাধিকবার ব্রাজিল টপকালেও জালে বল জড়াতে পারেনি যার কারণে তিনি আর কেউ নন তিনি এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez)৷

ক্লাব ফুটবলে লোনে আর্সেনালে খেলেন তিনি৷ এই গোলরক্ষককে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আর্জেন্তাইন তারকা লিও মেসি (Lionel Messi) ৷ শুধু মেসির সার্টিফিকেটই নয় তিনিই যে সেরা তা আরও একবার কোপা ফাইনালের পরে প্রমাণিত হল যখন তাঁর কৃতিত্বে সিলমোহর দিয়ে কোপা আমেরিকার টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস তাঁর হাতেই উঠল৷

Copa America: Arg vs Bra: শেষ বাঁশি বাজতেই দু’হাতে মুখ ঢাকলেন মেসি, ভাইরাল ভিডিও

#রিও ডি জেনেইরো: ফাইনালে আরও একটা গোল হলে নিঃসন্দেহে ছবিটা আরও পারফেক্ট হতে পারত , কিন্তু কোপা আমেরিকা ফাইনালে (Copa America Final) নিজের নামের পাশে গোল না থাকলে কি হবে, টুর্নামেন্টে তাঁর নামের পাশে চার গোল, টুর্নামেন্ট সেরা Lionel Messi৷ তবে সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম ট্রফি৷ ২০১৬ -তে কোপা ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল এল এম টেনকে (Lionel Messi), কিন্তু এবার ডি মারিয়ার (Di Maria) সৌজন্যে ফাইনালের গোল তাঁর ও দেশের নামে কোপা আমেরিকা তুলে দিল৷

এদিন ফাইনাল বাঁশি বাজার পরেই মাঠে দু হাতে মুখ ঢেকে মাঠে বসে পড়েন৷ ফুটবল রাজপুত্রের বিরুদ্ধে চিরকালীন অভিযোগ যে জাতীয় দলেক জার্সিতে ফ্লপ  মেসি , তাঁর পারফরম্যান্সের সব ঔজ্জ্বল্যই ক্লাব জার্সিতে৷ এর আগে তাঁর সমসাময়িক আরও দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন অন্যদিকে নেইমার জাতীয় দলের জার্সিতে কোপা জিতেছেন৷

তাই এদিন মেসি কী প্রচণ্ড ভাবে এই জয় চেয়েছিলেন তা ম্যাচ শেষে তাঁর তাৎক্ষণিক ভাবপ্রকাশে প্রমাণিত৷ দেখে নিন মেসির আবেগের সেই ভাইরাল ভিডিও৷

সাধারণত মেসিকে বলা হয় তার আবেগের প্রকাশ কম, আসলে এখানেও তাঁর দেশের আরেক লেজেন্ড মারাদোনার সঙ্গে তাঁর তুলনা হয়৷ তাঁর আবেগের বহিঃপ্রকাশ এতটাই বেশি যে মেসি তাঁর থেকে অনেক সংযত আবেগ সকলের সামনে তুলে ধরেন৷ এদিন ম্যাচের পর কোচ লিওনেল স্যাকালোনিকে কোলে তুলে নেন৷

আসলে শাপমোচনের এ় এক নতুন অধ্যায়৷ কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলায় বাজিমাত মেসির আর্জেন্টিনার৷

 

Copa America Final 2021: দেশের জার্সিতে শাপমুক্তি মেসির, হারের পর কান্নায় ভেঙে পড়লেন নেইমার

আর্জেন্টিনা- ১ (অ্যাঞ্জেল ডি মারিয়া- ২২’)

ব্রাজিল- ০

রিও ডি জেনেইরো: গতবার চোটের কারণে ব্রাজিলের কোপাজয়ী দলের সদস্য ছিলেন না নেইমার। তাই এবার কোপা জয়ের জন্য বিশেষভাবে উদ্যমী ছিলেন তিনি। কিন্তু মারাকানায় রবিবার ৯০ মিনিট খেলা শেষে এদিন তেমনটা ঘটে নি ৷ হেরেই মাঠ ছাড়তে হল নেইমার এবং তাঁর দলকে ৷ খেলা শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলীয় মহাতারকা ৷ মাঠে বসেই দু’হাতে মুখ ঢেকে কাঁদতে দেখা যায় নেইমারকে ৷ এরপর অবশ্য মেসি এসেই সান্ত্বনা দেন নেইমারকে ৷ জড়িয়ে ধরেন বন্ধুকে ৷

নেইমার এবং মেসি ৷ দুই দলের দুই তারকার বন্ধুত্ব কারোরই অজানা নয়। এই বন্ধুতই কোপা ফাইনালের লড়াইয়ে আলাদা ঝাঁঝ যোগ করেছিল। দু’জনের বন্ধুত্ব আজও অটুট দাবি করলেও নেইমার জানিয়েছিলেন, আর্জেন্টিনাকেই তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান ৷ এবং মেসিদের হারিয়েই ঘরের মাঠে কাপ জিততে চান তিনি ৷ নেইমারের প্রথম ইচ্ছেটা পূরণ হলেও পরেরটা হয়নি ৷ ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার।

অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রডরিগো ডি পলের বাড়ানো পাস আটকাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোডি। পা বাড়িয়েছিলেন তিনি, কিন্তু পৌঁছতে পারেননি। সেই বল পেয়ে যান ডি মারিয়া। একাই এগিয়ে যেতে থাকেন বল নিয়ে। গোলের সামনে পৌঁছে ব্রাজিলের গোলরক্ষক এডারসন সান্টা ডি মোরায়েসের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালের ভিতর।

Copa America: Argentina vs Brazil: ১৯৯৩-র পর লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনা, ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

#রিও ডি জেনেইরো: মেসির শাপমোচন, আর্জেন্টিনার শাপমোচন। ১৯৯৩ সালের প্রথম বার কোপা আমেরিকার ফাইনাল (Copa America final) জিতল আর্জেন্টিনা (Argentina) ৷ ২০১৬ তে চিলির কাছে হারের পর সমর্থকদের মনে প্রশ্ন ছিল, মেসির জাতীয় দলের জার্সিতে খেতাব জেতার স্বপ্ন কি তাহলে অপূর্ণ থাকবে? কিন্তু নিয়তি ততটা নিষ্ঠুর হল না। সৌজন্যে ডি মারিয়া৷ ১-০ গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি৷

প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কার্যত লঙ্কার ঝাঁঝ নিয়ে নামে ব্রাজিল৷ একের পর এক দ্রুত উঠে আসা আক্রমণ পড়তে থাকে আর্জেন্তাইন রক্ষণে৷ ম্যাচের ৫২ মিনিটে সাম্বাবাহিনীর রিচার্লিসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়৷ এরপরেও একের পর এক আক্রমণ আসতেই থাকে৷ নীল -সাদা দুর্গের দায়িত্বে থাকা এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক গোল বাঁচিয়ে যান৷এমনও সময় আসে যখন লিও মেসিকেও ডিফেন্সে উঠে আসতে হয়েছিল৷ আবার একটা সময় ট্যাকেল করা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনাও ছড়ায়৷

 

 

বিশাল মারাকানার মাঠে এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে আজ হাজির ছিলেন তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক৷ অঙ্ক খুবই কঠিন আর খেলায় দিনের শেষে অঙ্কেরই দাপট টের পাওয়া গেল৷ কোপা আমেরিকার ফাইনালে (Copa America Final) প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা৷ গোল যাঁর নামের পাশে খোদাই করা তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া৷ দুই দলের দুই মহাতারকা অর্থাৎ লিওনেল মেসি ও নেইমার দুজনেই কিছু ঝলক দেখালেও , বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বোতলবন্দি থাকলেন৷ মেসি ও নেইমার দৌঁড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে৷

ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে দেন নীল -সাদা বাহিনীকে৷ রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া৷ দেখে নিন সেই গোল৷

এদিন প্রথমার্ধের খেলায় ৫৪ শতাংশ বল পজেশান ছিল ব্রাজিলের৷ অন্যদিকে আজুরি বাহিনী ৪৫ শতাংশ বল পজেশন নিয়ে খেলল৷ সেলেকাওবাহিনী ২ টি শট গোলবাউন্ড ছিল, তার একটি অন টার্গেট ছিল৷ অন্যদিকে নীল সাদা বাহিনীর ক্ষেত্রে একটি শট অন টার্গেট আর সেটিই গোল ছিল৷

দুই দলেই বেশ কয়েকটি ফাউল হয়৷ তবে ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷

Copa America: Arg vs Bra: লাতিন আমেরিকার ফুটবলে মাত, বিশ্বের নজরে মারাকানা

#রিও ডি জেনেইরো: বিশাল মারাকানায়  হাজির তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক৷  অঙ্ক খুবই কঠিন আর খেলায় দিনের শেষে অঙ্কেরই দাপট৷ কোপা আমেরিকার ফাইনালে (Copa America Final) প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে  আর্জেন্টিনা৷ গোল যাঁর নামেরপাশে তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া৷ দুই দলের দুই মহাতারকা অর্থাৎ লিওনেল মেসি ও নেইমার দুজনেই ঝলক দেখালেও , বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বোতলবন্দি থাকলেন৷ মেসি ও নেইমার দৌড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে৷

ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে জেন নীল -সাদা বাহিনীকে৷ রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া৷ দেখে নিন সেই গোল৷

এদিন প্রথমার্ধের খেলায় ৫৪ শতাংশ বল পজেশান ছিল ব্রাজিলের৷ অন্যদিকে আজুরি বাহিনী ৪৫ শতাংশ বল পজেশন নিয়ে খেলল৷ সেলেকাওবাহিনী ২ টি শট গোলবাউন্ড ছিল, তার একটি অন টার্গেট ছিল৷ অন্যদিকে নীল সাদা বাহিনীর ক্ষেত্রে একটি শট অন টার্গেট আর সেটিই গোল ছিল৷

দুই দলেই বেশ কয়েকটি ফাউল হয়৷ তবে ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷

Copa America: Arg vs Bra: ডি মারিয়ার গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা, দেখুন গোলের ভিডিও

#:  লাতিন আমেরিকান ক্লাসিকোর টানে ভোর থেকে জেগে উঠেছিল গোটা বাংলার ফুটবলপ্রেমীরা৷ দুরুদুরু বক্ষে যে যার দলের সমর্থনে টিভি স্ক্রিন থেকে মোবাইল স্ক্রিন সর্বত্র চোখ সেঁটেছিল৷ আর প্রথম হাসিটা হাসল আর্জেন্টিনা৷

ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে জেন নীল -সাদা বাহিনীকে৷ রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া৷ দেখে নিন সেই গোল৷

এদিকে এদিনের ম্যাচের আগে  এ বারের কোপা আমেরিকার ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবলের এই দুই সেরা শক্তিই যে মুখোমুখি হবে, তা যেন প্রত্যাশিতই ছিল৷ আর এই ফাইনালেরই যেন অপেক্ষা করছিল গোটা ফুটবল বিশ্ব৷ এ বারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৫টিতেই জয়ী হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা৷ ব্রাজিল যেখানে ১২টি গোল করেছে, সেখানে আর্জেন্টিনা করেছে ১১ গোল৷

পরিসংখ্যান বলছে, এবারের কোপায় এখনও পর্যন্ত চারটি গোল করেছেন লিওনেল মেসি৷ পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ অর্থাৎ টুর্নামেন্টে আর্জেন্টিনা যে এগারোটি গোল করেছে, তার মধ্যে ৯টির ক্ষেত্রেই সরাসরি অবদান রয়েছে বার্সেলোনা অধিনায়কের৷ অন্যদিকে ব্রাজিলের হয়ে এবারের কোপায় দু’টি গোল করেছেন নেইমার৷ তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ পরিসংখ্যান বলছে, ফাইনালের আগে পর্যন্ত নেইমারের থেকে এগিয়ে রয়েছেন মেসি৷ কিন্তু নেইমারের দেশের মাঠে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন, সেটাই এখন দেখার৷ বিশেষজ্ঞরা বলছেন, এবারের কোপা আমেরিকার সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি৷ স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি৷ কিন্তু ১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আরও কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিততে ব্যর্থ আর্জেন্টিনা৷ মেসি নিজেই একটি বিশ্বকাপ ফাইনাল এবং তিনটি কোপা আমেরিকা ফাইনালে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন৷ এবারে তাই যেন ব্রাজিলের মাটিতেই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন ফুটবলের রাজপুত্র৷

Copa America 2021: তিনজন ফুটবলারকে ড্রিবল, নেইমারের পায়ের কাজ দেখুন ভাইরাল ভিডিওতে

#রিও ডি জেনেরিও: আর মাত্র একটা ম্যাচ। সেটা জিততে পারলেই আরও একবার ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। নেইমারের নেতৃত্বে এবার দুরন্ত খেলছে ব্রাজিল। এখনও পর্যন্ত কোপা আমেরিকায় কোনও ম্যাচ হারেনি তারা। গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও কোপা জয়ের অন্যতম দাবিদার। এবারও নেইমারর জিততে মরিয়া। এরই মধ্যে নেইমার জানিয়ে রেখেছেন, তিনি ফাইনালে মেসির আর্জেন্টিনাকে চাইছেন। কলম্বিয়াকে হারালেই আর্জেন্টিনা কোপার ফাইনালে উঠবে। আর ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল খেললে কোপা হবে আরও জমজমাট।

এরই মধ্যে নেইমারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে নেইমারের অসাধারণ স্কিল দেখা যাচ্ছে। নেইমার এদিন পেরুর বিরুদ্ধে কোপার সেমিফাইনালে তিনজনকে ড্রিবল করেছিলেন। তার পর একটি দুরন্ত ব্যাক পাস দেন। সেই ব্যাক পাস থেকেই ম্যাচের একমাত্র গোলটি করেন লুকাস। সেই গোলের ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ম্যাচের ৩৫ মিনিটি এদিন একমাত্র গোলটি করেছিলেন লুকাস। সেই গোলে নেইমার অ্যাসিস্ট করেছিলেন। ওই গোলের ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নেইমারের স্কিল দেখে অবাক হচ্ছেন। কেউ কেউ বলছেন, এবার ব্রাজিল যা খেলছে তাতে নেইমারদের কোপা জয়ে কেউ আটকাতে পারবে না। নেইমার ইতিমধ্যে দুটি গোল করেছেন কোপায়। করিয়েছেন তিনটি গোল। ব্রাজিলের অধিনায়ক হিসাবে অসাধারণ পারফর্ম করছেন তিনি।

আজ আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। এবার মেসির আর্জেন্টিনাও দুরন্ত খেলছে। এখনও পর্যন্ত কোনও ম্য়াচ হারেনি মেসির দল। ফাইনালে ওঠার ব্যাপারে আর্জেন্টিনা এবার বড় দাবিদার। ফাইনালে ব্রাজিল অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। কলম্বিয়া-অর্জেন্টিনা ম্যাচে যে দল হারবে তারা ১০ জুলাই পেরুর বিরুদ্ধে কোপার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নামবে। এদিকে ব্রাজিল এই নিয়ে সাতবার কোপা জয়ের লক্ষ্যে নামবে। নেইমার বলেছেন, আর্জেন্টিনায় তাঁর অনেক বন্ধু আছে। তাই তিনি আর্জেন্টিনাকে ফাইনালে চাইছেন। তবে ব্রাজিল যে কোপা জিতবে সেই ব্য়াপারে নেইমার নিশ্চিত। তিনি মেসিকে ফাইনালে দেখতে চান বলে জানিয়েছেন।

Copa America 2021: কাভানির একমাত্র গোলে জয় উরুগুয়ের, দেখে নিন কোয়ার্টার ফাইনালের লাইনআপ

রিও ডি জেনেইরো : প্যারাগুয়েকে (Paraguay) ১-০ গোলে হারিয়ে নিজেদের গ্রুপে দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার (Copa America 2021 ) কোয়ার্টার ফাইনালে গেল৷ এদিনের ম্যাচে উরুগুয়ের (Uruguay) জার্সিতে একমাত্র গোল এডিসন কাভানির৷ তিনি পেনাল্টি থেকে এদিনের গোলটি করেন৷ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার (Colombia) বিরুদ্ধে সোমবার খেলবে তারা৷

উরুগুয়ে এদিন মাত্র একটি গোল করলেও গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে৷ একাধিক সুযোগ তৈরি করছিল তারা৷ তবে প্যারাগুয়ের রক্ষণ ভেঙে ঢুকতে পারেনি বিশেষ৷

এবারের টুর্নামেন্টে উরুগুয়ের মূল সমস্যা তারা গোলমুখে গিয়ে পারফেক্ট ফিনিশ দিতে পারছে না৷ তাই কাভানির পেনাল্টি থেকে একমাত্র গোলই ম্যাচের তাদের স্কোরলাইনের পাশে একমাত্র নম্বর হয়৷

গ্রুপ এ -র শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা এদিন বলিভিয়াকে হারায় ৪-১ গোলে৷  তবে আর্জেন্টিনা ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল৷ অন্যদিকে উরুগুয়ে, প্যারাগুয়েকে হারিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হল৷ তাদের পয়েন্ট সাত৷ প্যারাগুয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে এবং চিলি পাঁচ পয়েন্ট নিয়ে চার নম্বরে৷ এরা সকলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছলোষ তবে বলিভিয়া একটিও পয়েন্ট অর্জন করতে পারেনি গোটা টুর্নামেন্ট থেকে৷

আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ইকুয়েডর৷ অন্যদিকে আয়োজক ব্রাজিল খেলবে চিলির বিরুদ্ধে৷ শুক্রবার দিন এই ম্যাচ৷ এদিনই প্যারাগুয়ে খেলবে পেরুর বিরুদ্ধে৷