সুতির কুর্তা 

Pujo Fashion 2024: পুজোয় ‘হিট লুক’ আনুন সুতির কুর্তায়! ট্রেন্ডিং কোনগুলি, দামই বা কেমন, সবটা জেনে নিন

উত্তর দিনাজপুর: পুজোয় ‘হিট লুক’ আনুন সুতির কুর্তায়! শুরু হয়ে গিয়েছে পুজোর কাউন্টডাউন, তাই প্রস্তুতিও তুঙ্গে। চারদিকে এখন সেলের মরশুম। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় চলে এক্সজিবিশনও।পুজোর আগেই তাই ডিসকাউন্টে চটজলদি শপিং সেরে ফেলতে বাজারগুলোতে উপচে পড়ছে ভিড়।

ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই সেরা কিছু ট্রেন্ডিং আউটফিট নিজের কালেকশনে যোগ করতে চাইছেন। বাজেটের মধ্যে স্টাইলিশ ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি সকলেই চাইছেন আরামদায়ক কিছু। এবার পুজোর বাজারে পশ্চিমী পোশাকের চাহিদা যেমন রয়েছে তেমনি ট্রেন্ডি এবং লেটেস্ট ডিজাইনের কুর্তার চাহিদাও তুঙ্গে । সুতির আরামদায়ক এই কুর্তাগুলো একদিকে ত্বক এবং শরীরের জন্য যেমন ভাল, তেমনই এর দামও মাত্র ১৫০ টাকা। তাই ইতিমধ্যেই ছেলে হোক কিংবা মেয়ে কুর্তি, টি-শার্ট, কিংবা সাদা শার্টের ভিড়ে নিজেকে মেলে ধরতে অনেকেই বেছে নিচ্ছেন ১৫০ টাকার সুতির শর্ট কুর্তা।

পুজোর বাজার করতে আসা এক ক্রেতা নিকিতা সাহা জানান,অষ্টমীর অঞ্জলী, অফিস কিংবা অনুষ্ঠান যে কোনও সময় পরার জন্য ভীষণ আরামদায়ক এই সুতির শর্ট কুর্তা। বাটিকের কুর্তা, খাদি কুর্তা এবং গুজরাতি প্রিন্টের এই কুর্তাগুলোর চাহিদা বর্তমানে ভীষণ। এই কুর্তাগুলো দাম শুরু হচ্ছে মাত্র ১৫০ টাকা থেকে। পুজোতে নিজের জন্য হোক কিংবা আত্মীয়স্বজনকে উপহার দিতে, বেছে নিতেই পারেন এই ধরনের একটি সুতির কুর্তা।

পিয়া গুপ্তা