ভরা ফ্লাইটে উদ্দম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷

Couple kicked off flight: ভরা ফ্লাইটে উদ্যম যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷

নয়াদিল্লি : ভরা ফ্লাইটে অবাধ যৌনতা! ঘাড় ধরে নামিয়ে দেওয়া হল ব্রিটিশ দম্পতিকে৷ মিলল কঠিন সাজাও৷

গল্প নয়, একেবারে সত্যি ঘটনা৷ এই ঘটনার জেরে চরম শাস্তি পেয়েছেন ওই ব্রিটিশ দম্পতি৷ আদলতের নির্দেশে মুখ বুজে ঘণ্টার পর ঘণ্টা সামাজিক কাজ করছেন তাঁরা৷

আরও পড়ুন : ফাঁকা ঘরে বউ-এর সঙ্গে লটর পটর, প্রেমিককে হাতে পেতেই চরম সিদ্ধান্ত স্বামীর!

ঘটনাটি ঠিক কী হয়েছে? ছুটিতে স্পেন ঘুরতে গিয়েছিলেন ওই ব্রিটিশ কাপল৷ ইসিজেট ফ্লাইটে করে তাঁরা ইংল্যান্ডের ব্রিস্টলে ফিরছিলেন৷ ছেলেটির নাম ব্র্যাডলি স্মিথ, মেয়েটির অ্যান্টোনিয়া সুলিভান৷ দুজনেই থাকেন ওয়েলসের এক শহরে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাতটার ফ্লাইটে পাশাপাশি সিটেই বসেছিলেন ওই কাপল৷ তার কীর্তি দেখতে পেয়েছেন পিছনের সিটে বসে থাকা এক মা ও তার মেয়েও৷

আরও পড়ুন : মায়ের কোল থেকে শিশু ছিনতাই শিম্পাজির, টুকরো টুকরো করল দেহ! শিউরে উঠবেন

স্পেন থেকে ফ্লাইট ওড়ার কিছুক্ষণ পরেই না কি ব্র্যাডলি তাঁর বান্ধবীকে যৌনতায় লিপ্ত হতে বলেন৷ কোর্টে ব্যাপারটি নিয়ে সাক্ষী দিতে আসা এক প্রত্যক্ষদর্শী পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন৷ তিনি বলছিলেন, মেয়েটি ছেলেটির কোলে চেপে বসেছিল৷ তারপর কোট গায়ে দিয়ে অস্বস্তিকর আওয়াজ শুরু করে৷ তিনি এটাও জানিয়েছেন, “আমি একা নই, ওদের পাশের সিটে যে বসেছিল সেও ব্যাপারটা দেখেছে৷ সিটের পিছনে একজন টিন এজার ও তার মা ছিল৷ তারাও ব্যাপারটা খেয়াল করেছে৷”

এরপরই আর মাথায় ঠিক রাখতে পারেননি ওই টিন এজারের মা৷ তিনি গিয়ে ফ্লাইটের কেবিন ক্রুদের পুরো ঘটনাটি জানান৷ তারা ঘটনাস্থলে এলে অ্যান্টোনিয়া বলেন, তিনি কোনও অশালীন কাজ করছেন না, শুধু বয়ফ্রেন্ডের কোলে বসে আছেন৷ দুজনকে এরপর পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার জল এগােয় কোর্ট পর্যন্ত৷

এই সপ্তাহেই এই অস্বাবিক ঘটনার রায় দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে৷ যেখানে শুধু জরিমানা নয়, কমিউনিটি সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছে৷ জানা গিয়েছে, যে তিন সদস্য ওই কাপলের বিরুদ্ধে মামলা করেছেন, তাঁরা প্রত্যেকে ভারতীয় মুদ্রায় এগারো হাজার টাকা করে পাবেন৷ যেটা আসবে ব্র্যাডলি ও তাঁর বান্ধবীর কাছ থেকেই৷ ব্র্যাডলিকে প্রায় তিনশো ঘণ্টা এবং তাঁর বান্ধবীকে প্রায় ২৭০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসে অংশ নিতে হবে৷