শহরের রাস্তায় গরুর পাল

Malda News: শহরের পথ যেন গরুর বিচরণ ক্ষেত্র! নাজেহাল মানুষজন, নির্বিকার প্রশাসন 

মালদহ: গরুর পালের দখলে মালদহ শহর। সকাল থেকে রাত পর্যন্ত মালদহ শহরের প্রতিটি ব্যস্ততম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে গরু,ষাঁড়। যানবাহন থেকে পথচলতি মানুষ চলাচল করতে সমস্যায় পড়ছেন। অনেক সময় রাস্তার মাঝে গরু বসে পড়ছে। ফলে যানবাহন চলাচল করতে পারছেনা। শহরের যানজট সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুরসভা।

শহরে গরু ঢোকা বন্ধ করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পুরসভা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, অধিকাংশ গরু সাহাপুর পঞ্চায়েত এলাকা থেকে আসছে। আমরা ইতিমধ্যে পুরাতন মালদহ ব্লক প্রশাসন সাহাপুর পঞ্চায়েতের সঙ্গে বৈঠক করব। শহরে গরু প্রবেশ কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে। মালদহ শহরের বেশ কিছু ব্যস্ত বহুল রাস্তায় গরু ষাঁড়ের উৎপাত।

আরও পড়ুন:চরম অভাব, খোঁজ রাখে না বাবা, খড়গপুর IIT-তে স্বপ্নের উড়ান নাতির, টোটো চালিয়েই ভর্তি করালেন দাদু

বিশেষ করে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর সেতু মোড় হয়ে বেশিরভাগ গরু ষাঁড় ঢুকে পড়ছে মালদহ শহরে। মাঝেমধ্যেই দেখা যায় গরু ষাঁড় দখল নিয়েছে সাহাপুর সেতু, ফলে সেতুর উপর যান চলাচল সহ পথ চলতি মানুষদের বাধার মুখে পড়তে হয়। এছাড়া মালদহ শহরের ফোয়াড়া মোড়, রথবাড়ি মোড়, রবীন্দ্র এভেনিউ সহ বিভিন্ন ব্যস্তবহুল রাস্তার উপরে ষাঁড় ও বাড়ির পোষা গরুর অত্যাচারে নাজেহাল শহরবাসী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ