Dipsita on Shovan-Sohini: নতুন বৌদিকে কেমন লাগল শোভনের বোন দীপ্সিতা ধরের? সোহিনীর রিসেপশনে জিভে জল আনা বাঙালি মেনু

সিঁদুরদান, মালাবদল, বউভাত, একাধিক নিয়ম রীতি মেনেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে চারহাত এক হয় যুগলের।
সিঁদুরদান, মালাবদল, বউভাত, একাধিক নিয়ম রীতি মেনেই বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার এক খামারবাড়িতে চারহাত এক হয় যুগলের।
তারপর আজ, বুধবার সকালে ঘরোয়া রীতিতে বৌভাত অনুষ্ঠিত হয়েছে বেলুড়ে শ্বশুরবাড়িতে। আর গৃহপ্রবেশের পর শোভনের পরিবারের সঙ্গে ছবি তুলেছেন সোহিনী। সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর সেই ছবি পোস্ট করেন।
তারপর আজ, বুধবার সকালে ঘরোয়া রীতিতে বৌভাত অনুষ্ঠিত হয়েছে বেলুড়ে শ্বশুরবাড়িতে। আর গৃহপ্রবেশের পর শোভনের পরিবারের সঙ্গে ছবি তুলেছেন সোহিনী। সিপিআইএম নেত্রী দীপ্সিতা ধর সেই ছবি পোস্ট করেন।
শোভনের মাসতুতো বোন দীপ্সিতা। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে ছোট থেকেই। সকলের গ্রুপ ছবি পোস্ট করে সোহিনীর উদ্দেশ্যে লিখেছেন, ‘পরিবারে স্বাগত’।
শোভনের মাসতুতো বোন দীপ্সিতা। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে ছোট থেকেই। সকলের গ্রুপ ছবি পোস্ট করে সোহিনীর উদ্দেশ্যে লিখেছেন, ‘পরিবারে স্বাগত’।
নিউজ18 বাংলাকে দীপ্সিতা বললেন, ‘‘ঘরে যে নতুন সদস্য এসেছেন, তিনি যে এত বড়ড সেলিব্রিটি, সেরকম আবহই তৈরি হয়নি। তার বড় কারণ, আমার আর দাদানের (শোভন) বেড়ে ওঠা আর সোহিনীদির বেড়ে ওঠা অনেকটা এক রকম।’’
নিউজ18 বাংলাকে দীপ্সিতা বললেন, ‘‘ঘরে যে নতুন সদস্য এসেছেন, তিনি যে এত বড়ড সেলিব্রিটি, সেরকম আবহই তৈরি হয়নি। তার বড় কারণ, আমার আর দাদানের (শোভন) বেড়ে ওঠা আর সোহিনীদির বেড়ে ওঠা অনেকটা এক রকম।’’
‘‘আমরা কেউই তারকা পরিবারে জন্মাইনি। আর তাই ব্যাপারটা খুবই সহজ ছিল। আমাদের মূল্যবোধটাও একইরকম। আমরা নাচ, গান করে সময় কাটাচ্ছি। দুপুরে ভাত, ডাল, মাছ, মাংস খেয়ে দেয়ে আমরা খুবই আনন্দ করেছি।’’
‘‘আমরা কেউই তারকা পরিবারে জন্মাইনি। আর তাই ব্যাপারটা খুবই সহজ ছিল। আমাদের মূল্যবোধটাও একইরকম। আমরা নাচ, গান করে সময় কাটাচ্ছি। দুপুরে ভাত, ডাল, মাছ, মাংস খেয়ে দেয়ে আমরা খুবই আনন্দ করেছি।’’
ভাতকাপড়ের অনুষ্ঠানে নবপরিণীতা সোহিনীর মাথায় ছিল ঘোমটা। লাল পেড়ে সবুজ শাড়িতে বড়ই মিষ্টি দেখাচ্ছে সোহিনীকে। পাশে বসে শোভন। পিচ রঙের কুর্তায় সুন্দর গায়ক।
ভাতকাপড়ের অনুষ্ঠানে নবপরিণীতা সোহিনীর মাথায় ছিল ঘোমটা। লাল পেড়ে সবুজ শাড়িতে বড়ই মিষ্টি দেখাচ্ছে সোহিনীকে। পাশে বসে শোভন। পিচ রঙের কুর্তায় সুন্দর গায়ক।
আজ, বুধবার সন্ধ্যায় রিসেপশনে জমজমাটি অনুষ্ঠান। সন্ধ্যার আসরের জন্য হালকা গোলাপি রঙের বেনারসিতে সেজে উঠেছেন নববধূ। তার সঙ্গেই কানে, গলায়, হাতে মানানসই সোনার গয়না।
আজ, বুধবার সন্ধ্যায় রিসেপশনে জমজমাটি অনুষ্ঠান। সন্ধ্যার আসরের জন্য হালকা গোলাপি রঙের বেনারসিতে সেজে উঠেছেন নববধূ। তার সঙ্গেই কানে, গলায়, হাতে মানানসই সোনার গয়না।
ধবধবে সাদা পাঞ্জাবির সঙ্গে বর্ণিল জওহর কোটে নজর কেড়েছেন গায়ক। বরের সঙ্গে ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন, ‘আগলে রাখব, যত্নে থাকব’।
ধবধবে সাদা পাঞ্জাবির সঙ্গে বর্ণিল জওহর কোটে নজর কেড়েছেন গায়ক। বরের সঙ্গে ছবি পোস্ট করে সোহিনী লিখেছেন, ‘আগলে রাখব, যত্নে থাকব’।
সন্ধ্যার আসরে মেনু কী ছিল? গঙ্গোপাধ্যায় বাড়ি একেবারে বাঙালি খানাপিনায় ভরসা রেখেছেন। তাই ভাতের সঙ্গে ডাল, বেগুনি, পুঁইশাকের ছ্যাঁচড়া, ইলিশ সর্ষে, মাটন, চাটনি, পাপড় আর শেষে মিষ্টিমুখের জন্য সন্দেশ এবং কমলাভোগ। শেষপাতে পান দিয়েই মুখশুদ্ধি।
সন্ধ্যার আসরে মেনু কী ছিল? গঙ্গোপাধ্যায় বাড়ি একেবারে বাঙালি খানাপিনায় ভরসা রেখেছেন। তাই ভাতের সঙ্গে ডাল, বেগুনি, পুঁইশাকের ছ্যাঁচড়া, ইলিশ সর্ষে, মাটন, চাটনি, পাপড় আর শেষে মিষ্টিমুখের জন্য সন্দেশ এবং কমলাভোগ। শেষপাতে পান দিয়েই মুখশুদ্ধি।