Team India: টিম ইন্ডিয়ার সবথেকে বড় ও কঠিন সিরিজ! প্রকাশিত হল সম্পূর্ণ সূচি

চলতি বছরে আন্তর্জাতিক সিরিজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ২০২৪-এর শেষ থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া।
চলতি বছরে আন্তর্জাতিক সিরিজগুলির মধ্যে অন্যতম হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর টেস্ট সিরিজ। ২০২৪-এর শেষ থেকে ২০২৫-এর শুরু পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে টিম ইন্ডিয়া।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল সামনে আসতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি। অবশেষে ক্রিকেট অস্ট্রলিয়ার তরফ থেকে ঘোষণা করা হল সূচি। জানিয়ে দেওয়া হল এর আগে এই সিরিজে যা কোনও দিন হয়নি, তাই হবে এবার।
বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল সামনে আসতে পারে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সূচি। অবশেষে ক্রিকেট অস্ট্রলিয়ার তরফ থেকে ঘোষণা করা হল সূচি। জানিয়ে দেওয়া হল এর আগে এই সিরিজে যা কোনও দিন হয়নি, তাই হবে এবার।
১৯৯১-১৯৯২ সাল থেকে হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই দুই দেশের সিরিজ এতদিন হত ৪ ম্যাচের। ইতিহাসে এই প্রথমবার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ হতে যাচ্ছে ৫ ম্যাচের। তার মধ্য়ে একটি দিন-রাতের টেস্ট।
১৯৯১-১৯৯২ সাল থেকে হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর এই দুই দেশের সিরিজ এতদিন হত ৪ ম্যাচের। ইতিহাসে এই প্রথমবার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ হতে যাচ্ছে ৫ ম্যাচের। তার মধ্য়ে একটি দিন-রাতের টেস্ট।
যে সূচি সামনে এসেছে তা হল- প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬ (পার্থ), দ্বিতীয় টেস্ট ডিসেম্বর ৬-১০ (অ্যাডিলেড ওভাল,দিন রাতের টেস্ট), তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর ( গাব্বা, ব্রিসবেন), চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০ (মেলবোর্ন), পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)।
যে সূচি সামনে এসেছে তা হল- প্রথম টেস্ট নভেম্বর ২২-২৬ (পার্থ), দ্বিতীয় টেস্ট ডিসেম্বর ৬-১০ (অ্যাডিলেড ওভাল,দিন রাতের টেস্ট), তৃতীয় টেস্ট ১৪-১৮ ডিসেম্বর ( গাব্বা, ব্রিসবেন), চতুর্থ টেস্ট ডিসেম্বর ২৬-৩০ (মেলবোর্ন), পঞ্চম টেস্ট ৩-৭ জানুয়ারি (সিডনি)।
প্রসঙ্গত, বিগত চার সিরিজ ধরে এই ট্রফি ধরে রেখেছে ভারতীয় দল। ২০১৬-১৭ ও ২০২২ সালে দেশের মাটিতে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। আর ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতে ভারত। ২০২০ সালেও অজিভূমে তেরঙা ওড়ায় টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, বিগত চার সিরিজ ধরে এই ট্রফি ধরে রেখেছে ভারতীয় দল। ২০১৬-১৭ ও ২০২২ সালে দেশের মাটিতে এই সিরিজ জেতে টিম ইন্ডিয়া। আর ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতে ভারত। ২০২০ সালেও অজিভূমে তেরঙা ওড়ায় টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের কাছে এই সিরিজ জেতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার যা পরিস্থিতি, তাতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের উপর অনেকটা নির্ভর করবে কারা ফাইনালে পৌছবে।
ভারতীয় দলের কাছে এই সিরিজ জেতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার যা পরিস্থিতি, তাতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের উপর অনেকটা নির্ভর করবে কারা ফাইনালে পৌছবে।