১৫ বছর আগের স্মৃতি ফিরিয়ে দিন! কার্তিকের কাছে কেন এমন আবদার ক্রিকেট সমর্থকদের ?

#দুবাই: আজ থেকে ১৫ বছর আগে যখন প্রথম এবং একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত, তখন দীনেশ কার্তিক ছিলেন সেই দলে। মহেন্দ্র সিং ধোনির জন্য প্রথম দলে সুযোগ না পেলেও ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির ছিল ডি কের। আজ যখন অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, তখন সেই দলে রোহিত ছাড়া একমাত্র সদস্য কার্তিক যিনি ১৫ বছর আগে ছিলেন চ্যাম্পিয়ন দলে।

অনেক উত্থান পতন দেখেছেন, লড়াই করেছেন আবার দলে ফিরে এসেছেন। দীনেশ কার্তিকের কামব্যাক প্রমাণ করে জেদ এবং ইচ্ছে থাকলে কোনও কিছুই অসম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় কার্তিক লিখেছেন, স্বপ্ন সত্যি হয়। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকে দিল খুলে প্রশংসা করেছেন। অনেকে আবদার করে বসেছেন ভারতের হয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসুন। আপনিই পারবেন।

সুনীল গাভাসকার থেকে কপিল দেব সবাই আশাবাদী কার্তিক অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এমনকি ধারাবাহিকতার অভাবে বুক দিয়ে থাকার ঋষভ পন্থকে বসিয়ে তাকে খেলানোর পক্ষপাতী কেউ কেউ। কারণ দেখা গিয়েছে আইপিএলে আরসিবি জার্সিতে শেষ তিন-চার ওভার দুর্দান্ত ফিনিশারের ভূমিকা পালন করছেন কার্তিক।

ভারতীয় দলের হয়ে বিশ্বকাপে সেই ভূমিকা পালন করবেন তিনি আশাবাদী প্রত্যেকে। দীনেশ নিজেও জানেন তার ভূমিকা এই দলে কি। মানসিক দিক থেকে নিজেকে সেভাবেই প্রস্তুত রাখছেন। যেটুকু সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করতে মরিয়া দীনেশ।