Tag Archives: Dinesh Karthik

আইপিএলে এবার ৩০০ হবে? বড় ভবিষ্যদ্বাণী তারকা ক্রিকেটারের, চমকে যাবেন শুনে

কলকাতা: ২৮৭ তো হয়েই গিয়েছে। এবার আইপিএলে কি ৩০০ রান হবে? ক্রিকেটভক্তদের অনেকেই বলবেন হয়তো, হ্যাঁ হবে! তবে ৩০০ রান, তাও আবার ১২০ বলে! ব্যাপারটা কিন্তু সহজ নয়!

দীনেশ কার্তিকও বলছেন, হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত ১৭ বছরের মধ্যে এবার সব থেকে বেশি হাই স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছে। সেই হিসেবে কার্তিক বলেছেন, এবার আইপিএলে ৩০০ রান করতে পারে যে কোনও দল।

আইপিএলের সবচেয়ে বড় স্কোর সানরাইজার্স হায়দরাবাদের নামের পাশে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন উইকেটে ২৮৭ রান করেছিল তারা। টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র একবার ৩০০ রানের স্কোর হয়েছে। গত বছর হাংজু এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল তিন উইকেটে ৩১৪ রান করেছিল।

আরও পড়ুন- KKR vs RCB: আরসিবি ম্যাচের আগে খারাপ খবর কেকেআরে! লড়াই আরও কঠিন হল গম্ভীরদের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের আগে দীনেশ কার্তিক বলেছেন, ‘আমার মনে হয় স্কোর ক্রমাগত বাড়ছে। আইপিএলের প্রথম ৩২ ম্যাচে ২৫০ রান পার করা স্কোর দেখা গিয়েছে একাধিকবার। ফলে ৩০০ রান যে কোনও দিন হতে পারে।

দীনেশ কার্তিক আরও বলেছেন, ‘ইমপ্যাক্ট’ প্লেয়ারের নিয়ম দলের ব্যাটিংকে শক্তিশালী করেছে। এই নিয়ম বোলারদের ওপর অনেক চাপ তৈরি করছে। অনেক তরুণ খেলোয়াড় শট খেলার ক্ষেত্রে সাহস দেখাচ্ছে।

দীনেশ কার্তিক বলেছেন, ‘এই টুর্নামেন্টের গত ১৭ বছরের দিকে তাকালে দেখা যাবে, ব্যাটিংয়ে কতটা উন্নতি হয়েছে! এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে জায়গা করে নিতে যা যা করা যায় তারা সবই করবে।

১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীনেশ কার্তিক এবারও ভারতীয় দলের সুযোগের দাবিদার।  এখন তিনি একাধারে ক্রিকেট বিশেষজ্ঞ, ধারাভাষ্যকার ক্রিকেটার।

আরও পড়ুন- রিঙ্কু সিংয়ের মন ভাঙতে পারে ১০ দিনের মধ্যে! বড় আশঙ্কা প্রাক্তন তারকার গলায়

আইপিএলের এই মরসুমে প্রত্যাবর্তন করে, ২০৫- এর বেশি স্ট্রাইক রেট তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির পরই ২২৬ রান করে দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।

২০০৭ টি২০ বিশ্বকাপে খেলেছিলেন! ‘সেই’ ৩ ক্রিকেটার এখনও খেলেন, নামগুলো বলুন তো

কলকাতা: আইপিএল ২০২৪ হাই স্কোরিং। একমাত্র বুধবার দিল্লি বনাম গুজরাতের ম্যাচ বাদ দিলে বাকি প্রায় সব ম্যাচই হয়েছে রোমাঞ্চকর। এবার আইপিএলে এমন অনেক খেলোয়াড় অংশ নিচ্ছেন যাঁদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে দেখা যাবে।

আইপিএলের মঞ্চকে অনেকেই তাই পারফর্ম করার সুযোগ হিসেবে দেখছেন, যাতে নির্বাচকদের নজরে পড়া যায়। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করবে ২০২৪ টি২০ বিশ্বকাপ। তার জন্য দল নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে পয়লা মে।

২৬ মে আইপিএল ২০২৪-এর ফাইনাল। তার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোনিবেশ করবেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন।

আরও পড়ুন- KKR: নীতিশ রানার পর আরও এক কেকেআর তারকা ব্যাটারের চোট! আরসিবি ম্যাচে খেলবেন তো?

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম আয়োজন করা হয়েছিল ২০০৭ সালে। সেবার ফাইনালে এমএস ধোনির নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানকে ৫ রানে হারায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

তার পর থেকে এই টুর্নামেন্টটি আটবার আয়োজন করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দুবার চ্যাম্পিয়ন হয়েছে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়াও অস্ট্রেলিয়াও একবার করে বিজয়ী হয়েছে।

ভারতের রোহিত শর্মা এবং বাংলাদেশের সাকিব আল হাসান এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন।  ২০০৭ বিশ্বকাপে খেলা তিনজন ভারতীয় ক্রিকেটার এখনও খেলছেন।

তাঁদের মধ্যে ২ জন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার দাবিদার। তাঁরা হলেন, রোহিত শর্মা, দীনেশ কার্তিক এবং পীযূষ চাওলা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে অন্তর্ভুক্ত ছিলেন তাঁরা।

রোহিত এবং পীযূষ চাওলা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলছেন। দীনেশ কার্তিক আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে খেলছেন।

আরও পড়ুন- MS Dhoni: এই আইপিএলের পরই অবসর নেবেন ধোনি? বড় আপডেট দিলেন মাহির প্রিয়জন

রোহিতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হওয়া প্রায় নিশ্চিত। অন্যদিকে, কার্তিকও আইপিএলে দুরন্ত পারফর্ম করে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলার দাবি রেখেছেন।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত চার ম্যাচের তিনটি ইনিংসে তিনবারই অপরাজিত ছিলেন। দীনেশ কার্তিক চার ম্যাচের তিনটি ইনিংসে ২৮ রান করেন। কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি পীযূষ চাওলা।

টি-টোয়েন্টিতে রানের নিরিখে বিরাটের পরে রোহিত শর্মা এখন দ্বিতীয়। তিনি এখনও পর্যন্ত ১৫১ ম্যাচে ৩৯৭৪ রান করেছেন। তার মধ্যে পাঁচটি সেঞ্চুরি রয়েছে।

অন্যদিকে, ডিকে অর্থাৎ দিনেশ কার্তিক ৬০ টি-টোয়েন্টিতে ৬৮৬ রান করেছেন।

বিশ্বকাপের ভারতীয় দলে বড় চমক! রোহিতের খুব প্রিয় ‘এই’ সিনিয়র, সেরা ফিনিশার

মুম্বই: আইপিএল ২০২৪-এ তিনি দুর্দান্ত পারফর্ম করছেন। তবুও যেন তাঁর নাম সেভাবে মনে রাখেন না ক্রিকেটভক্তরা। সারা দেশ যখন ধোনি ধোনি রব তোলে, তখন তিনি থেকে যান আড়ালে!

তাঁর লড়াই অনেকটা মধ্যবিত্তের মতো। গোটা জীবনটা লড়ে যাচ্ছেন, তবুও কেউ মনে রাখছে না। হয়তো আজ থেকে ১০-১৫ বছর বাদে তাঁর কথা আর কারও মনেই থাকবে না! কার কথা বলা হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন!

আরও পড়ুন- ‘আরসিবি দলটাকে বেচে দেওয়া হোক’, ভরা আইপিএলে বিস্ফোরক দাবি মহাতারকার

 ভারতীয় দলের উইকেকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের কি বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে? পরিস্থিতি কিন্তু দীনেশ কার্তিকের সহায় হতে পারে। ৩৮ বছর বয়সী কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফর্ম করছেন।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। মাত্র ৩৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। তাঁর সেই ইনিংস ছিল ৫টি চার ও ৭টি ছক্কায় সাজানো। চলতি আইপিএল মরসুমে এটি তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। অনেকেই বলছেন, জুন মাসে টি২০ বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

দীনেশ কার্তিক এই আইপিএল মরসুমে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছেন। ৬টি ইনিংসে ২২৬ রান করেছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ২০০-র বেশি। ১১০ বল মোকাবিলা করে এই রান করেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ১৬টি চার ও ১৮টি ছক্কা।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে কার্তিক ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এর পর হায়দরাবাদের বিরুদ্ধে ৮৩ রান করেন তিনি। কার্তিক এভাবে ব্যাট করতে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন তিনি। মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- এবার আইপিএল থেকে সবার আগে ছিটকে যাবে ‘এই’ টিম! আর কোনও আশা নেই

এবার আইপিএলে কার্তিকের ব্যাটিং উপভোগ করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। স্টাম্প মাইকে রোহিতের গলা শোনা যায়। সেখানে তিনি ঠাট্টা করে কার্তিকের উদ্দেশে বলেছিলেন, ‘ভাল খেলছে ডিকে, ওর টার্গেট কিন্তু বিশ্বকাপ।’ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এখন কার্তিক যেভাবে ব্যাটিং করছেন, তাতে রোহিত যা বলেছেন তা সত্যি বলে প্রমাণিত হতে পারে।

আইপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার ইতিমধ্যেই পেয়েছেন দীনেশ কার্তিক। ২০২২ সালের আইপিএলে কার্তিকের দুর্দান্ত ব্যাটিং দেখা গিয়েছিল। সেবার আইপিএল মরসুমে ১৬টি ম্যাচ খেলে ১৮০-র উপরে স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছিলেন তিনি। তাঁর ফর্ম দেখে নির্বাচকরা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দিয়েছিলেন তাঁকে। এবার পরিস্থিতি প্রায় একইরকম।

দীনেশ কার্তিক ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আহামরি কিছু করতে পারেননি। তার পর থেকে তিনি ভারতীয় দলের বাইরে। তবে এবার ভারতীয় দলে জায়গা পাওয়ার দাবিদার অনেকেই। সেই দলে কার্তিক কতটা এগিয়ে তা সময় বলবে।

অন্তস্বঃত্ত্বা স্ত্রীর সঙ্গে বন্ধুর লুকিয়ে প্রেম! নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন এই ক্রিকেটার!

কলকাতা: তাঁর স্ত্রী তখন গর্ভবতী। সংসারে নতুন অতিথি আসার অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় এমন কাণ্ড!

দীনেশ কার্তিকের প্রেমে জীবনের কথা অনেকেই জানেন। তবে যাঁরা জানেন না, এই প্রতিবেদন তাঁদের জন্য। ভারতের হয়ে ফিনিশার হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সেই তিনিই কি না নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন!

২০০৪ সালে ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলেন দীনেশ কার্তিক। এর পর তিনি কখনই নিয়মিত সদস্য ছিলেন না ভারতীয় দলের। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল চমৎকার। ২০০৪ সালের শেষের দিকে ধোনিকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়। সেই সময়ে কিছু নির্বাচক কার্তিককে সুযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু চূড়ান্ত সিলমোহর ছিল ধোনির নামে।

আরও পড়ুন- KKR News: বলুন তো, আইপিএলে কোন দলের বিরুদ্ধে কোনও দিন জিততে পারেনি কেকেআর?

এর পরে ধোনি দুরন্ত পারফর্ম করে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা পাকা করে ফেলেন। ২০০৭ সালে ধোনি অধিনায়ক হওয়ার পর কার্তিক খেলেন। ধোনি যখন দলের বাইরে ছিলেন, তখন টিম ইন্ডিয়ার উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতেন কার্তিক।

এই সময়ে দীনেশ কার্তিক ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করলেও ধোনি দলে থাকার কারণে খুব বেশি সুযোগ পাননি। তবে তাঁকে তামিলনাড়ুর রনজি দলের অধিনায়ক করা হয়েছিল।

কার্তিক ২০০৭ সালে তাঁর ছোটবেলার বন্ধু নিকিতাকে বিয়ে করেন। এর পরই কার্তিকের স্ত্রী ক্রিকেটার মুরলী বিজয়ের সাথে পরকীয়া শুরু করেন। একদিন নিকিতা এসে কার্তিককে বলেন, তিনি মুরলী বিজয়ের সন্তানের মা হতে চলেছেন। কার্তিককে বিবাহবিচ্ছেদের কথা বলেছিলেন তিনি।

বিয়ে ভেঙে যাওয়ার পর কার্তিকও পুরোপুরি ভেঙে পড়েন। কোনও কাজেই তাঁর আর আগ্রহ ছিল না। ক্রিকেট অনুশীলন বন্ধ করে দেন। জিমে যাওয়া বন্ধ করে একা থাকতে শুরু করেন।

আরও পড়ুন- হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে এ কী হাল রোহিতের!শেষমেশ এই কাজ হিটম্যানের

কার্তিকের বিয়ে ভেঙে যাওয়ার পর তাঁর ফর্ম ক্রমাগত খারাপ হতে থাকে।তামিলনাড়ুর অধিনায়কত্ব হারান। দলের নতুন অধিনায়ক হন মুরলী বিজয়। তিনি ভারতীয় দলেও নির্বাচিত হন এবং দীর্ঘদিন ধরে বিজয় টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করেন। সেই সময় কার্তিক ডিপ্রেশনে চলে যান। আত্মহত্যার কথা তাঁর মাথায় ঘুরপাক খেতে শুরু করে।

এর পর কার্তিকে জীবনে আসেন স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকেল। দীপিকার সমর্থন পাওয়ার পর কার্তিক ঘুরে দাঁড়ান। তিনি আবার ভারতের ওডিআই দলে নির্বাচিত হন। এর পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব পান।

কার্তিকের অধিনায়কত্বে কলকাতা ভাল খেলে। তবে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। এর পর তাঁর জায়গায় মরগানকে কেকেআর-এর অধিনায়ক করা হয়েছিল। এর পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধুমাত্র আইপিএল খেলার কথা ভাবছিলেন কার্তিক। তবে তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সমান তালে।

KKR vs RCB: শুক্রবার কেকেআর-আরসিবি ম্যাচ, তার আগে নাইট তারকাকে নিয়ে বড় মন্তব্য দীনেশ কার্তিকের

বেঙ্গালুরু: স্লগ ওভারে প্রবল চাপের মধ্য়ে আরসিবির হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন দীনেশ কার্তিক। ২০২২ মরশুমে যে ফর্মে ছিলেন ডিকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই পুরনো ছন্দে পাওয়া যায় তারকা উইকেট কিপার ব্যাটারকে। ১০ বলে ২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর দীনেশ কার্তিক জানান বর্তমানে কার ব্যাটিং দেখে অনুপ্রাণিত তিনি।

আগামী শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়েমে কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। তার আগে দীনেশ কার্তিক জানিয়ে দিলেন, কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের ব্যাটিং তাঁকে অনুপ্রাণিত করে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পর কার্তিকের কাছে জানতে চাওয়া হয় এখন তিনি কাকে দেখে অনুপ্রাণিত হন। সেই সময় রিঙ্কু সিংয়ের নাম নেন ডিকে।

আইপিএলের তরফ থেকে দীনেশ কার্তিকের সাক্ষাৎকারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দীনেশ কার্তিক বলেন,?রিঙ্কু সিংহকে দেখে অনুপ্রাণিত হয়েছি। দুর্দান্ত ব্যাটিং করে ও। বেশ কিছু আগ্রাসী ক্রিকেটার আছে। যাদের খেলা দেখে আমি শিখছি।? এছাড়া নিজের কোচের গুরুত্বের কথাও জানিয়েছেন দীনেশ কার্তিক।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরের দ্বিতীয় ম্যাচে বাদ মহাতারকা? বদলে থাকছে মহাচমক! জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, এই বছরই তাঁর আইপিএলের শেষ মরশুম বলে জানিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। চলতি মরশুমের শেষে ক্রিকেটকে বিদায় জানাবেন তারকা উইকেটকিপার ব্যাটার। তার আগে শেষ মরশুমে আরসিবির হয়ে নিজের সেরাটা দিয়ে অবদান রাখাই লক্ষ্য ডিকের। একইসঙ্গে আরসিবিকে আইপিএল চ্য়াম্পিয়ন দেখতে চান কার্তিক।

অবসর নিচ্ছেন কেকেআরের প্রিয় ক্রিকেটার! এই মরশুমেই শেষবার নামবেন ২২ গজে

কলকাতা: আইপিএলের সবথেকে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। ২০০৮ সালে আইপিএলের জন্ম লগ্ন থেকে যে প্লেয়াররা খেলছেন ১৬ মরশুম ধরে সেই তালিকাতেই নাম রয়েছে তাঁর। অধিনায়কত্বও করেছেন একাধিক দলের হয়ে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করেছেন। ব্যাট হাতে হোক আর উইকেটের পিছনে, সব জায়গাতেই নিজের ছাপ ছেড়েছেন। সেই দীনেশ কার্তিকই এবার অবসর নিতে চলেছেন।

কেকেকেআরকে বিদায় জানানোর পর আরসিবির হয়ে খেলছেন দীনেশ কার্তিক। ২০২২ আইপিএলে দারুণ পারফর্মও করেছেন ফিনিশার হিসেবে। সেই সুবাদে পেয়েছিলে ভারতের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ। কিন্তু সেখানে আশানরুপ পারফর্ম করতে না পারেননি। ২০২৩ সালের আইপিএলেও একেবারেই ছন্দে পাওয়া যায়নি। বয়সও ৩৯-এর দোরগোড়ায়। বিসিসিআই সূত্রের খবর, এবার আইপিএলের পরই অবসর ঘোষণা করতে পারেন কার্তিক।

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, অবসরের পরিকল্পনা করে ফেলেছেন তারকা উইকেটকিপার, ব্যাটার। তবে বর্তমানে নিজের শেষ আইপিএল মরশুমে ছাপ রেখে যেতে নিজেক প্রস্তুত করছেন ডিকে। ভারতীয় দল থেকেও এখনও অবসর নেননি তিনি। তাই মনে করা হচ্ছে আইপিএলের পরই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেবেন কার্তিক।

আরও পড়ুনঃ Yashasvi Jaiswal: রেকর্ড বুকে যশস্বী জয়সওয়াল, ভাঙলেন গাভাসকর-কোহলিদের নজির

ক্রিকেটের বাইরে ইতিমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে অনেক আগেই নিজেক দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দীনেশ কার্তিক। ব্যাটের বদলে মাইক হাতেও যথেষ্ট সাবলীল ডিকে। তবে আইপিএলের শেষ মরশুমে আরও একবার কার্তিককে ব্যাট হাতে ও উইকেটের পিছনে সেরা ফর্মে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

Dinesh Karthik: এখনও জাতীয় দল থেকে অবসর নেননি, তার আগেই ‘ইংল্যান্ডের’ ব্যাটিং কোচ হলেন কার্তিক

কলকাতা: ক্রিকেটার-ধারাভাষ্যকার হিসেবে সাফল্যের পর এবার কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছে দীনেশ কার্তিক। কোচের ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটকিপার-ব্যাটারকে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ড লায়ন্স আসবে ভারতে। ভারতীয় এ দলের বিরদ্ধে খেলবে তারা। সেই দলের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন দীনেশ কার্তিক।

ভারতীয় এ দলের বিরুদ্ধে ২ দিনের একটি অনুশীলন ম্যাচ ও ৪ দিনের ৩টি বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড এ দল বা ইংল্যান্ড লায়ন্স। সেই দলেরই ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন দীনেশ কার্তিক। ১০ জানুয়ারি আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে যোগ দেবেন কার্তিক। ১৮ জানুয়ারি পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন ভারতীয় তারকা।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে কার্তিকের কোচিং স্টাফ হিসেবে ইংল্যান্ড লায়ন্স দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে এসে নতুন দায়িত্ব নিতে মুখিয়ে রয়েছেন ডিকে। ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কার্তিক ইংরেজ ব্যাটারদের ভারতের পিচের অবস্থা বোঝাবেন। স্পিনের বিরুদ্ধে মোকাবিলা করার টিপস দেবেন কার্তিক।

আরও পড়ুনঃ Virat Kohli: আলিবাগে কেমন হল বিরাট কোহলির ‘ড্রিম হাউজ’, দেখুন অন্দরমহলের ভিডিও

প্রসঙ্গত, ২০২২ সালের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন দীনেশ কার্তিক। এবার আইপিএলে আরসিবির হয়ে খেলতে দেখা যাবে কার্তিককে। তারপরই অবসর ঘোষণা করতে পারে বলে জল্পনা। তার আগে নতুন দায়িত্ব পালন করতে মুখিয়ে রয়েছেন ডিকে।

বিশ্বকাপে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার কিন্তু বিরাট বা রোহিত নন! তাহলে কে জানেন?

মুম্বই: ক্রিকেটে একজন উইকেট রক্ষক যে জায়গায় দাঁড়ান তার থেকে ভাল গোটা মাঠ কেউ দেখতে পান না। তাই দীনেশ কার্তিক সম্প্রতি এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা ফেলে দেওয়ার নয়। কার্তিক জানিয়েছেন তার কাছে বিশ্বকাপ ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকেও গুরুত্বপূর্ণ ক্রিকেটার বেশি মনে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে।

যথেষ্ট বিবেচনা করে এই বক্তব্য রেখেছেন উইকেট রক্ষক। নিঃসন্দেহে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার প্রথম কারণ ২২ গজে হার্দিক দুটো স্কিল (ব্যাটিং, বোলিং) নিয়ে আসে। ক্রিকেটের অন্যতম দুটো কঠিন স্কিলকে ও ২২ গজে দক্ষতার সঙ্গে পালন করতে পারে। মিডিয়াম পেসার এবং ব্যাটিং অলরাউন্ডার আজকের দিনে পাওয়াটা খুব খুব কঠিন।

আমাদের দলে ২-৩ জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছেন। তবে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার পাওয়াটা খুব কঠিন। অজিদের বিরুদ্ধে চেন্নাই ওয়ানডেতে যেভাবে বল করেছে হার্দিক তার থেকে বোঝা যায় বোলার হিসেবে ওকে বোঝাটা কতটা কঠিন ব্যাটারদের পক্ষে। ওই ম্যাচে নিজের প্রথম স্পেলে তিন ওভারে তিনটি উইকেট নেন তিনি।

আরও পড়ুন -Ronaldo: অপ্রতিরোধ্য রোনাল্ডোর ফের জোড়া গোল! বিপক্ষকে হাফ ডজন গোলে উড়িয়ে দিল পর্তুগাল

কার্তিক জানিয়েছেন মিডল অর্ডারে হার্দিক খুব ভালো ব্যাট করে। বোলিংয়ে ও ঠিক উইকেটটা নিয়ে বেরিয়ে যায়। ওর বল খেলাটা খুব কঠিন হয় যখন ওর একটা স্বাভাবিক গতি থাকে। যার ফলে ওকে খেলাটা কঠিন হয়। ওকে দেখে মনে হয় যেন ও শর্ট অফ লেন্থ বল করতে চলেছে। ফলে ব্যাটাররা কিছুটা ব্যাকফুটে চলে যায়।

আসলে হার্দিক নিজে যেহেতু ব্যাট করতে পারেন তাই বল করার সময় একজন ব্যাটসম্যান কী চিন্তা করছেন সেটা ভেবে নিতে পারেন। আর তার বল একটু থেমে আসে। সেটাই ব্যাটসম্যানদের সমস্যা তৈরি করে। তবে আইপিএলে হার্দিক গুজরাতের অধিনায়ক হলেও তিনি যাতে চোট না পান সেদিকে খেয়াল রাখতে হবে মনে করিয়ে দিয়েছেন কার্তিক। কারণ তারপর বিশ্বকাপ। যদিও হার্দিক নিজে মাঝখানে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন না।

Viral video: ‘টম টমের’ তালে গাভাসকর ও কার্তিকের ক্রিকেটীয় নাচ, যা আগে কখনও দেখেননি

আহমেদাবাদ: বয়স বাড়লেও এনার্জি ও রসিকতার এতটুকু কমতি নেই ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভাসকরের। আহমেদাবাদ টেস্টের পঞ্চম দিনে নেচেছিলেন অস্কার জয়ী আরআরআর সিনেমার ‘নাটু নাটু’ গানে। এবার ফের মজার ভঙ্গিতে ‘লিটল মাস্টার’ নাচলেন আরও এক দক্ষিণী সিনেমার ভাইরাল গান ‘টম টমের’ তালে। একা নয় সানিকে সঙ্গ দিলেন দীনেশ কার্তিকও। ক্রিকেটীয় নানা শট খেলার মজার ভঙ্গিতে গানে নাচতে দেখা যায় ডিকে ও সানিকে। যা নেট দুনিয়ায় হাসির ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা যায় টম টম গানারে তালে দীনেশ কার্তিককে নানারকম ক্রিকেটীয় শট শেখাচ্ছেন সুনীল গাভাসকর। কিন্তু কার্তিকের কিছুতেই পছন্দ হচ্ছে না গাভাসকরের শেখানো শট। সে নিজের মত শট খেলে পাল্টা গাভাসকরকে দেখাচ্ছেন। একটু ভালো করে ভিডিওটি দেখলে বোঝা যায় সানি ডিকে-কে যতবার গ্রাউন্ডেড শটে চার মারতে বলছেন, ততবার কার্তিক বিগ হিট করে ছয় মারাই তার পছন্দ সেটা বোঝাতে চাইছেন। এই মজাদার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

সোমবার ভারত-অস্ট্রোলিয়া আহমেদাবাদ টেস্ট শেষে সম্প্রচারকারী চ্যানেলের থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে স‍ঞ্চালক যতীন সাপ্রু ছাড়াও ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, অজিত আগরকর, সঞ্জয় বাঙ্গারকে। সকলকে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে। নাচের সঙ্গে সুনীল গাভাসকরকে বলতেও শোনা যায় ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের অস্কার পাওয়াটা প্রত্যেক ভারতীয়ের কাছে খুবই গর্বের।

আরও পড়ুনঃ এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির

প্রসঙ্গত, ক্রিকেট বিদায় জানানোর পর ব্যাটিংয়ের মতই ধারাভাষ্যকার হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন সুনীল গাভাসকর। এরসঙ্গে মাঠে নানা মজাদার মুহূর্ত তৈরি করেছেন সানি। এর আগে নাগিন ডান্স করতেও দেখা গিয়েছে সুনীল গাভাসকরকে। এই বয়সে সানিকে এমন ভূমিকায় দেখে খুশি ভারতীয় ক্রিকেটারের ফ্যানেরা।

অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হলে ছাঁটাই হতে পারেন রাহুল! বোমা ফাটালেন কার্তিক

#চেন্নাই: ভারতের টেস্ট ক্রিকেটে শেষ কয়েক বছর ধরে নিজেকে প্রমাণ করেছিলেন কে এল রাহুল। শুধু টেস্ট নয়, সাদা বলের ক্রিকেটেও রাহুল নিজেকে মেলে ধরেন সম্পূর্ণভাবে। কিন্তু শেষ কয়েকটা মাস নিজের সেরা ছন্দের ধারে কাছে নেই তিনি। জার্মানি থেকে অপারেশন করিয়ে আসার পর নিজের ফর্ম নিয়ে খুশি হতে পারছেন না বেঙ্গালুরু তারকা ব্যাটসম্যান।

টানা ভাল খেলতে পারছেন না, মাঝে মাঝে পারফর্ম করছেন। কিন্তু টেস্ট ক্রিকেটে রাহুলের অবস্থা আরো খারাপ। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম এবং মিরপুরে ভারত জিতলেও কঠিন লড়াই হয়েছে। আর ব্যাট হাতে রাহুল করেছেন ২২, ২৩, ১০ এবং ২। একজন ওপেনারের পক্ষে যেটা অত্যন্ত খারাপ বিজ্ঞাপন। তার টেস্টের গড় এই মুহূর্তে মাত্র ৩০ এর আশেপাশে।

রাহুলের খারাপ ফর্ম নিয়ে মুখ করেছেন দীনেশ কার্তিক। টিম ইন্ডিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি রাহুলের বড় ভক্ত। কিন্তু এই মুহূর্তে রাহুলকে দেখে কষ্ট হচ্ছে তার। আসলে রাহুলের থেকে ভারতীয় দল অনেক বেশি আশা করে। কে এল রাহুল এমন একজন ব্যাটসম্যান যার হাতে বিরাট এবং রোহিতের থেকেও বেশি শট আছে।

কার্তিক বলছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে শুরু হতে চলা বর্ডার গাভাসকার সিরিজ রাহুলের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। তারকা ওপেনারের ওপর নজর থাকবে বোর্ডের কর্তাদের। কার্তিক মনে করেন রাহুলকে চাপে রাখবে শুভমন গিলের ধারাবাহিক পারফরমেন্স। এমনিতেও গিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। তাই অস্ট্রেলিয়া সিরিজ রাহুলের অগ্নিপরীক্ষা হতে চলেছে তাতে সন্দেহ নেই।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে রাহুলের কুলদীপকে দলে না রাখা নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে। কে এল রাহুল অবশ্যই জানিয়েছেন টেস্ট ক্রিকেটে যদি আইপিএল এর মত ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গা থাকত, তিনি কুলদীপকে অবশ্যই খেলাতেন। তবে ভারতের কোচ রাহুল দ্রাবিড় মনে করেন কে এল রাহুলকে নিয়ে চিন্তায় এত কিছু নেই।

তিনি জাত ব্যাটসম্যান। তাছাড়া তার আঙুলে ব্যথা রয়েছে। সেটা হয়তো তার স্বাভাবিক পারফরমেন্স তুলে ধরার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করেছে। তবে কোচ যা ইচ্ছে বলতে পারেন, রাহুলের টানা ব্যর্থতা কিন্তু এবার তার জায়গা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।