আইপিএল এবার জিতবে কারা? রিকি পন্টিং-এর বড় ভবিষ্যদ্বাণী, নামটা অবাক করবে

নয়াদিল্লি: আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলা হয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছে চলতি মরসুমে। ৩১টি ম্যাচের ৯টিতে ২০০ রানের গণ্ডি পেরিয়েছে একাধিক দল।

সানরাইজার্স হায়দরাবাদ দুবার আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এদিকে, এখন টুর্নামেন্টের বিজয়ী দল সম্পর্কে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা।

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং জয়ী দলের সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। তাঁর দাবি, যে দল আক্রমণাত্মক ব্যাটিং করবে তারা চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিজয়ী হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে এগিয়ে রাখব। কেকেআর আমাদের বিরুদ্ধে বড় ইনিংস খেলেছে। ওদেরকেও ফেভারিট বলে ধরছি।

আরও পড়ুন- ‘এই’ বোলারের জন্য হারল কেকেআর! উঠে গেল বড়সড় প্রশ্ন, সব টাকা জলে কলকাতার!

তিনি আরও বলেন, আমি মনে করি প্রভাবশালী ব্যাটাররা এবার টুর্নামেন্টে প্রভাব ফেলছে। ট্র্যাভিস হেড যেভাবে ব্যাটিং করেছে তা দেখে ভাল লাগছে। আইপিএল এবং বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে সেরা রক্ষণাত্মক বোলিং করা দল জিতেছে। কিন্তু এই আইপিএল যেভাবে চলছে তাতে মনে হচ্ছে, বিজয়ী সেই দল হবে যারা বোলারদের প্রচণ্ড আক্রমণ করবে। রক্ষণাত্মক বোলিংয়ের তুলনায় আক্রমণাত্মক ব্যাটিং করা দলই এই আইপিএল জিতবে।

দিল্লি ক্যাপিটালসকে কিন্তু তিনি এগিয়ে রাখেননি। তারা প্রথম দুই ম্যাচে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়েছিল। এর পর তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের স্বাদ পায় দিল্লি। এরপর টানা দুই ম্যাচে আবারও হারের মুখে পড়ে দিল্লি।

আরও পড়ুন- KKR vs RR: কেকেআরের জয়ের গ্রাস কেড়ে নিলেন একা বাটলার, রুদ্ধশ্বাস জয় রাজস্থানের

দিল্লিকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ষষ্ঠ ম্যাচে দিল্লি মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে। লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এবার দিল্লির চোখ গুজরাত টাইটানসকে হারিয়ে মরসুমের তৃতীয় জয়ের দিকে। এই ম্যাচ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।