Tag Archives: Ricky Ponting

কেকেআরের মুখের গ্রাস কেড়ে নিল! রিকি পন্টিং কোচ হলেন আইপিএলের ‘এই’ দলে

চাকরি হারিয়ে বেশিদিন বসে থাকতে হল না রিকি পন্টিংকে। দিল্লি তাঁকে ছাঁটাই করেছিল। ভারতীয় ক্রিকেট সার্কিটে খবর ছিল, রিকি পন্টিং এবার আসতে পারেন কেকেআরে। গম্ভীরের বদলে মেন্টর হয়ে।
চাকরি হারিয়ে বেশিদিন বসে থাকতে হল না রিকি পন্টিংকে। দিল্লি তাঁকে ছাঁটাই করেছিল। ভারতীয় ক্রিকেট সার্কিটে খবর ছিল, রিকি পন্টিং এবার আসতে পারেন কেকেআরে। গম্ভীরের বদলে মেন্টর হয়ে।
দিল্লি ক্যাপিটালস রিকি পন্টিংকে ছাঁটাই করে। তার পর পন্টি কেকেআরে আসবেন বলে শোনা যাচ্ছিল। তবে তা আর হচ্ছে না।
দিল্লি ক্যাপিটালস রিকি পন্টিংকে ছাঁটাই করে। তার পর পন্টি কেকেআরে আসবেন বলে শোনা যাচ্ছিল। তবে তা আর হচ্ছে না।
রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কেকেআর ম্যানেজমেন্টের। তবে তাঁদের মধ্যে ২জনকে আর পাওয়া হচ্ছে না কেকেআরের। একজন, সাঙ্গাকারা, আরেকজন রিকি পন্টিং।
রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কেকেআর ম্যানেজমেন্টের। তবে তাঁদের মধ্যে ২জনকে আর পাওয়া হচ্ছে না কেকেআরের। একজন, সাঙ্গাকারা, আরেকজন রিকি পন্টিং।
সাঙ্গাকারা থাকছেন রাজস্থানেই। আর রিকি পন্টিংও এবার আইপিএলের আরেক বড় দলে হেড কোচ হয়ে চলে গেলেন। কেকেআরের মুখের গ্রাস কেড়ে নেওয়া হল!
সাঙ্গাকারা থাকছেন রাজস্থানেই। আর রিকি পন্টিংও এবার আইপিএলের আরেক বড় দলে হেড কোচ হয়ে চলে গেলেন। কেকেআরের মুখের গ্রাস কেড়ে নেওয়া হল!
প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন পন্টিং। দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের উপর ভরসা রাখল পঞ্জাব।
প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন পন্টিং। দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের উপর ভরসা রাখল পঞ্জাব।
আইপিএলে বেশ কয়েকবছর টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পদে থাকলেও সাফল্য আসেনি পন্টিংয়ের ঝুলিতে। তবে তাঁর যা ট্র্যাক রেকর্ড, তার উপর ভরসা করেছিল কেকেআর। আর তাই পন্টিংয়ের সঙ্গে কথা বলতে শুরু করেছিল কলকাতা।
আইপিএলে বেশ কয়েকবছর টানা দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ পদে থাকলেও সাফল্য আসেনি পন্টিংয়ের ঝুলিতে। তবে তাঁর যা ট্র্যাক রেকর্ড, তার উপর ভরসা করেছিল কেকেআর। আর তাই পন্টিংয়ের সঙ্গে কথা বলতে শুরু করেছিল কলকাতা।

কেকেআরের বিরাট চমক! ‘এই’ কিংবদন্তি আসছেন গম্ভীরের জায়গায়, অনেক বড় নাম

গম্ভীরের তত্ত্বাবধানে আমূল বদলে গিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর কেকেআর হাসতে হাসতে খেতাব জিতেছে। তবে পরের আইপিএলে মেন্টর হিসেব এক কিংবদন্তিকে আনতে চলেছে কেকেআর।
গম্ভীরের তত্ত্বাবধানে আমূল বদলে গিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর কেকেআর হাসতে হাসতে খেতাব জিতেছে। তবে পরের আইপিএলে মেন্টর হিসেব এক কিংবদন্তিকে আনতে চলেছে কেকেআর।
গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেকেআর চারজনের সঙ্গে কথা বলছে। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেকেআর চারজনের সঙ্গে কথা বলছে। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি।
কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের খেলেছিলেন। মেন্টার হিসেবে পন্টিং বড় নাম হতে চলেছে। সেই কারণে তাঁকেই চাইছেন শাহরুখ খানের দল।
কেকেআরের পছন্দের তালিকায় প্রথম নাম রিকি পন্টিং। অতীতে রিকি পন্টিং কেকেআরের জার্সি গায়ে খেলেছেন। মেন্টর হিসেবে পন্টিং বড় নাম হতে পারে। সেই কারণে তাঁকেই চাইছে শাহরুখ খানের দল।
কেকেআরের পছন্দের তালিকায় রয়েছে আরও ২টি বড় নাম। জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকরা।  অতীতে কালিস ক্রিকেটার থাকার পরে মেন্টার বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে।
কেকেআরের পছন্দের তালিকায় রয়েছে আরও ২টি বড় নাম। জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারা। অতীতে কালিস ক্রিকেটার থাকার পরে মেন্টার বা কোচ হিসেবে কাজ করেছেন নাইট রাইডার্সে।
সাঙ্গাকরা আপাতত রাজস্থানে ক্রিকেট ডিরেক্টর রয়েছেন। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর তিনি ছাড়বেন কিনা তা এখনো চূড়ান্ত নয়। ফলে তাঁকে কেকেআর পাবে কি না তা নিশ্চিত নয় এখনও।
সাঙ্গাকারা আপাতত রাজস্থানে ক্রিকেট ডিরেক্টর রয়েছেন। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর তিনি ছাড়বেন কিনা তা এখনো চূড়ান্ত নয়। ফলে তাঁকে কেকেআর পাবে কি না তা নিশ্চিত নয় এখনও।
কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান পন্ডিত। মেন্টার ছাড়াও ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচের সন্ধানে কেকেআর। সেই নিয়েও কথাবার্তা চলছে। মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নাম গুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা।
কোচ হিসেবে থাকবেন চন্দ্রকান পন্ডিত। মেন্টার ছাড়াও ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচের সন্ধানে কেকেআর। সেই নিয়েও কথাবার্তা চলছে। মেন্টরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাকি নাম গুলো ঘোষণা হওয়ার সম্ভাবনা।

সর্বকালের সেরা ১১ জন ক্রিকেটারকে বাছলেন রিকি পন্টিং, একজন মাত্র ভারতীয়!

কলকাতা: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা প্রায় মিলেই গিয়েছিল। তিনি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে ভারতের বিরুদ্ধে জিততে সেরা পারফরম্যান্স দিতে হবে।

T20 বিশ্বকাপ ২০২৪- এর ফাইনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত পারফর্ম করেছিল। পন্টিং কিন্তু সেদিনের ম্যাচের জন্য ভারতকেই এগিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, দুই দলই মরিয়া হয়ে লড়াই করবে। তেমনটাই হয়েছিল।

রিকি পন্টিং বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনালে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা রয়েছে। রিকি পন্টিং আরও বলেছিলেন, সব দিক থেকে দেখলে, ওই ম্যাচে ভারত এগিয়ে।

আরও পড়ুন- ‘ঘরোয়া ক্রিকেট খেলার আমার কাছে কোনও মানেই ছিল না’, বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া

এবার বিশ্বকাপ শেষে রিকি পন্টিং সর্বকালের সেরা একাদশ বেছে দিলেন। তাঁর সেই দলে একজন মাত্র ভারতীয় জায়গা পেলেন। তবে রিকি পন্টিং নিজেকেই সেই দলে রাখেননি। ট্রফি জয়ের নিরিখে পন্টিং সেই দল গড়েছেন। বলাবাহুল্য, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটাররা সেই দলে জায়গা পেয়েছেন।

—- Polls module would be displayed here —-

প্রাক্তন অজি অধিনায়ক জানিয়েছেন, এই দল বাছতে গিয়ে তাঁকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। যে সব ক্রিকেটারদের সঙ্গে বা বিরুদ্ধে তিনি কোনও এক সময়ে ক্রিকেট খেলেছেন, তাঁদেরকেই এই দলে রেখেছেন তিনি। দেখে নেওয়া যাক পন্টিং কাদের সেই দলে রেখেছেন-

জাস্টিন ল্যাঙ্গার ও ,ম্যাথিউ হেডেনকে ওপেনার হিসেবে রেখেছেন পন্টিং। অলরাউন্ডার হিসেবে রেখেছেন জ্যাক কালিসকে। পন্টিংয়ের দলে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন সচিন তেন্ডুলকর। সচিনের পর আরেক কিংবদন্তি হিসেবে ব্রায়ান লারাকে রেখেছেন তিনি।

আরও পড়ুন- পাল্টে যাবে নেতা? সিরিজের মাঝেই টিম ইন্ডিয়ায় হবে বড় বদল! জানুন বিস্তারিত

পন্টিংয়ের এই দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সেই দলে উইকেটকিপার হিসেবে তিনি রেখেছেন অ্যাডাম গিলক্রিস্টকে। দলের স্পিন বিভাগের নেতৃত্বে শেন ওয়ার্ন। পেস অ্যাটাক থাকবে ওয়াসিম আক্রমের আওতায়। আরেক পেসার হিসেবে তিনি রেখেছেন কর্টনি অ্যামব্রোজকে।

দলে পঞ্চম অজি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাকগ্রা।

ভারতের কোচ হওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে! তিনি আবার সৌরভের বন্ধু, বড় খবর

কলকাতা: অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার রিকি পন্টিংকে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলের প্রধান কোচের পদের জন্য তাঁর সাথে যোগাযোগ করা হয়েছিল বলে খবর।

তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেও জানা গিয়েছে। পন্টিং বলেছেন, এই চাকরির সঙ্গে এখন তাঁর ‘লাইফস্টাইলে’ খাপ খায় না। পন্টিং সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে ৭টি মরসুম শেষ করেছেন।

এর আগে অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী টি-টোয়েন্টি কোচ ছিলেন তিনি। ভারতীয় কোচের পদের জন্য বিসিসিআই থেকে কোনো পরামর্শ এসেছে কি না সে বিষয়ে কিছু বলেননি তিনি।

আরও পড়ুন- আইপিএল-এর দৌড় থেকে ছিটকে গেল বিরাট কোহলির ‘আরসিবি’, মন খারাপ অনুষ্কার, দেখুন

রিকি পন্টিং আইসিসিকে বলেছেন, ‘আইপিএল চলাকালীন কয়েকজনের সঙ্গে মুখোমুখি কথা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, আমি ওই পদের জন্য আগ্রহী কি না! আমি ভারতীয় দলের সিনিয়র কোচ হতে চাই কি না! আপাতত আমি আগ্রহী নই। আসলে আমি বাড়িতে আরও কিছুটা সময় কাটাতে চাই।

তিনি আরও বলেন, ভারতের কোচ হলে বছরে ১০ বা ১১ মাসের জন্য ভ্রম করতে হবে। সেটা আপাতত আমার জীবনের সঙ্গে খাপ খায় না।

—- Polls module would be displayed here —-

পন্টিং বলেছেন, তিনি তাঁর ছেলের সাথে প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। পন্টিং বলেছেন, ‘আমার পরিবার এবং আমার সন্তানরা গত পাঁচ সপ্তাহ আমার সাথে আইপিএলে কাটিয়েছে। ওরা প্রতি বছর এখানে আসে।

চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং, লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং কলকাতা নাইট রাইডার্সের পরামর্শদাতা গৌতম গম্ভীরের মতো আরও কিছু হাই প্রোফাইল নামও সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে।

আরও পড়ুন- আইপিএলের মাঝেই অবসর ভারতীয় ক্রিকেটারের! চোখের জলে জানালেন বিদায়

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরই ভারতের বর্তমান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। বিসিসিআই ২৭ মে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করেছে।

আইপিএল এবার জিতবে কারা? রিকি পন্টিং-এর বড় ভবিষ্যদ্বাণী, নামটা অবাক করবে

নয়াদিল্লি: আইপিএল ২০২৪-এ এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলা হয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখা গিয়েছে চলতি মরসুমে। ৩১টি ম্যাচের ৯টিতে ২০০ রানের গণ্ডি পেরিয়েছে একাধিক দল।

সানরাইজার্স হায়দরাবাদ দুবার আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। এদিকে, এখন টুর্নামেন্টের বিজয়ী দল সম্পর্কে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালস ৬ ম্যাচের মধ্যে ২টি জিতেছে। পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা।

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং জয়ী দলের সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন। তাঁর দাবি, যে দল আক্রমণাত্মক ব্যাটিং করবে তারা চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিজয়ী হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে এগিয়ে রাখব। কেকেআর আমাদের বিরুদ্ধে বড় ইনিংস খেলেছে। ওদেরকেও ফেভারিট বলে ধরছি।

আরও পড়ুন- ‘এই’ বোলারের জন্য হারল কেকেআর! উঠে গেল বড়সড় প্রশ্ন, সব টাকা জলে কলকাতার!

তিনি আরও বলেন, আমি মনে করি প্রভাবশালী ব্যাটাররা এবার টুর্নামেন্টে প্রভাব ফেলছে। ট্র্যাভিস হেড যেভাবে ব্যাটিং করেছে তা দেখে ভাল লাগছে। আইপিএল এবং বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে সেরা রক্ষণাত্মক বোলিং করা দল জিতেছে। কিন্তু এই আইপিএল যেভাবে চলছে তাতে মনে হচ্ছে, বিজয়ী সেই দল হবে যারা বোলারদের প্রচণ্ড আক্রমণ করবে। রক্ষণাত্মক বোলিংয়ের তুলনায় আক্রমণাত্মক ব্যাটিং করা দলই এই আইপিএল জিতবে।

দিল্লি ক্যাপিটালসকে কিন্তু তিনি এগিয়ে রাখেননি। তারা প্রথম দুই ম্যাচে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের কাছে পরাজিত হয়েছিল। এর পর তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে জয়ের স্বাদ পায় দিল্লি। এরপর টানা দুই ম্যাচে আবারও হারের মুখে পড়ে দিল্লি।

আরও পড়ুন- KKR vs RR: কেকেআরের জয়ের গ্রাস কেড়ে নিলেন একা বাটলার, রুদ্ধশ্বাস জয় রাজস্থানের

দিল্লিকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। ষষ্ঠ ম্যাচে দিল্লি মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে। লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এবার দিল্লির চোখ গুজরাত টাইটানসকে হারিয়ে মরসুমের তৃতীয় জয়ের দিকে। এই ম্যাচ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।