: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative

Cricket News: কী কাণ্ড, কী কাণ্ড! চুরি হয়েছিল ৬ মাস আগে, এখন অভিযোগ জমা করলেন তারকা ক্রিকেটারের মা

: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative
: ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য তারকা অলরাউন্ডার ক্রিকেটার যুবরাজ সিংয়ের মায়ের বাড়িতে চুরি হয়েছে। যুবরাজ সিংয়ের মা শবনম সিং এই বিষয়ে হরিয়ানা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে৷  Photo- Representative
যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের  হরিয়ানার পঞ্চকুলায় থাকেন। যুবরাজ সিংয়ের এই বাড়িটিতেই চুরি হয়েছে। চুরির এই ঘটনাটি ৬ মাস পুরানো, তবে অভিযোগ দায়ের করেননি তারকা ক্রিকেটারের মা৷ এবার তিনি সেই অভিযোগ দায়ের করেছেন৷
যুবরাজ সিংয়ের মা শবনম সিংয়ের  হরিয়ানার পঞ্চকুলায় থাকেন। যুবরাজ সিংয়ের এই বাড়িটিতেই চুরি হয়েছে। চুরির এই ঘটনাটি ৬ মাস পুরানো, তবে অভিযোগ দায়ের করেননি তারকা ক্রিকেটারের মা৷ এবার তিনি সেই অভিযোগ দায়ের করেছেন৷
এমডিসি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম সিং। অভিযোগে তিনি জানান, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এমডিসির হাউস-১৮ এই চুরির ঘটনা ঘটেছিল।
এমডিসি থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের মা শবনম সিং। অভিযোগে তিনি জানান, গত বছর ২০২৩ সালের সেপ্টেম্বরে এমডিসির হাউস-১৮ এই চুরির ঘটনা ঘটেছিল।
তাঁর  অভিযোগের তির বড়ির  দুই চাকরের দিকে৷ তাঁর দাবি এরাই  চুরি করেছে। শবনম পুলিশকে জানিয়েছেন, বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও ৭৫  হাজার টাকা হাওয়া হয়ে গেছে৷
তাঁর  অভিযোগের তির বড়ির  দুই চাকরের দিকে৷ তাঁর দাবি এরাই  চুরি করেছে। শবনম পুলিশকে জানিয়েছেন, বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও ৭৫  হাজার টাকা হাওয়া হয়ে গেছে৷
অভিযুক্তদের নাম ললিতা দেবী এবং শিলেন্দ্র দাস৷ এদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে এমডিসি থানা চুরির মামলার তদন্ত শুরু করেছে। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, মোট ১ লক্ষ ৭৫  হাজার টাকার সম্পত্তি চুরি হয়েছে।
অভিযুক্তদের নাম ললিতা দেবী এবং শিলেন্দ্র দাস৷ এদের  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে এমডিসি থানা চুরির মামলার তদন্ত শুরু করেছে। থানায় দায়ের করা এফআইআর অনুসারে, মোট ১ লক্ষ ৭৫  হাজার টাকার সম্পত্তি চুরি হয়েছে।
ছয় মাস আগের ঘটনাঅভিযোগে শবনম জানান, তাঁদের গুরগ্রামেও বাড়ি রয়েছে৷ সেখানেই  কিছুদিনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, ২০২৩এ  যখন তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন যে বাড়ির উপরের তলার ঘর থেকে গয়না এবং টাকা হাওয়া হয়ে গেছে৷
ছয় মাস আগের ঘটনা
অভিযোগে শবনম জানান, তাঁদের গুরগ্রামেও বাড়ি রয়েছে৷ সেখানেই  কিছুদিনের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, ২০২৩এ  যখন তিনি তাঁর বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন যে বাড়ির উপরের তলার ঘর থেকে গয়না এবং টাকা হাওয়া হয়ে গেছে৷
তিনি বলেন, তিনি সব চাকরদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷
তিনি বলেন, তিনি সব চাকরদের জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এর পরেই অভিযুক্ত দুজন চাকরি ছেড়ে পালিয়ে যায়। ফলে এদের কেউই বাড়িতে চুরির সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে৷ এরা দিওয়ালির সময় চাকরি ছেড়ে দেয়৷