পিষে দিল পেট্রোল পাম্পের কর্মীকে

Crime News: তেল নিয়ে পেট্রোল পাম্পের কর্মচারীকে চাপা দিয়ে পালালো মালবাহী গাড়ি

নদিয়া: মধ্যরাতে শান্তিপুরের এক পেট্রোল পাম্পে ঘটলো ভয়াবহ ঘটনা। চারচাকা মালবাহী গাড়ি পেট্রোল ভরার পর টাকা না দিতে আপত্তি জানায়,  প্রতিবাদ করে কর্মচারী। সেই কর্মচারীকেই চাকার তলায় পিষে উধাও তীব্র গতিতে। গতকাল রাতে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন বন্ধ কন্দখোলা পেট্রোল পাম্পে কর্মরত কর্মচারী ২৫ বছর বয়সী বিশ্বজিৎ দাস ছিলেন দায়িত্বে। প্রায় মধ্যরাতে কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি পিকআপ ম্যাটাডোর মালবাহী গাড়ি পাম্পে তেল নিতে আসে। ফুল ট্যাঙ্ক তেল নিয়ে টাকা না দিয়েই চলে যেতে উদ্যত হলে পেট্রোল পাম্পের কর্মী বিশ্বজিৎ ড্রাইভারের দিকে জানালায় তার পেট্রোল পাম্প মালিকের পাওনা টাকার জোরালো দাবি করতে থাকে।

আরও পড়ুনঃ রোজ ছোট্টো এক দুটো দানা! উপকার ভাবনাতীত! ঝপঝপ করে কমবে ওজন!শক্তি হবে লোহার মতো

ইতিমধ্যেই ড্রাইভার তীব্র গতিতে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ চাকার তলায় পড়ে বিশ্বজিৎ। রক্তাক্ত অবস্থায় তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

কৃষক পরিবারের সন্তান বিশ্বজিৎ দাস, বাবা দুলাল দাস এবং মা সরস্বতীর একমাত্র সন্তান ছিলেন তিনি। অভাবের কারণেই দু-বছর আগে এই কাজে যোগ দেওয়া। ঘটনাস্থলে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার এবং শান্তিপুর থানার ওসি সুব্রত মালাকার ঘটনাস্থলে উপস্থিত হন।

পেট্রোল পাম্পে থাকা সিসি ক্যামেরাতে গাড়ির নম্বর ধরা না পড়লেও অন্য উপায়ে গাড়ি ধরার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে পেট্রোল পাম্প মালিক থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে তোলা হয়েছে কর্মীদের নিরাপত্তার প্রশ্ন।

Mainak Debnath