৫ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার

Crime News: মালদহে ৫ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, মিলল কারখানার হদিশ

সেবক দেবশর্মা, মালদহ:  মালদহে পুলিশি অভিযানে উদ্ধার প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার। ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের। ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার। ঘটনায় ফইনুল শেখ-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ব্রাউন সুগার তৈরির কারবারের যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগর, মোথাবাড়ি সহ বেশকিছু এলাকায়।

আরও পড়ুনঃ চিকিৎসক বা নাগরিক সমাজের উদ্দেশ্যে কোনও কটু কথা নয়, কর্মীদের কড়া বার্তা অভিষেকের

সাম্প্রতি পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনাও হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, গত এক বছরে মালদহে মাদক উদ্ধারের ৬৬ টি মামলা হয়েছে। মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৮১ জনকে। এপর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ২৪ কেজি ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় ২৪ কোটি টাকা। বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচা মাল এনে মালদহের কালিয়াচক, বৈষ্ণবনগর-সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে। সাম্প্রতিক বেশকিছু ঘটনায় ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, বিহার, ঝাড়খন্ড এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল আসছে মালদহে। এরপর তার সঙ্গে কিছু রাসায়নিক মিশিয়ে প্রশিক্ষিত কারিগরদের সাহায্যে তৈরি করা হচ্ছে উন্নত মানের ব্রাউন সুগার। এই কারিগররা অনেকে বাইরে থেকে আসছেন।

আরও পড়ুনঃ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখরের! এরপর কে? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ

আবার কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকার বেশকিছু যুবক ব্রাউন সুগার তৈরির প্রশিক্ষণ নিয়েছে। মালদহে তৈরি হওয়া ব্রাউন সুগার স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি চলে যাচ্ছে প্রতিবেশী একাধিক রাজ্যে। অনেক এলাকায় পুলিশের গতিবিধি বাড়ায়, মাদকচক্র বারবার ডেরা বদল করছে। জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এই চক্রের সঙ্গে যুক্ত আরও ক্যারিয়ার, কারিগর এবং মাথাদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল, কলেজ-সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ।