বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে

West Bengal Weather Update: বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে, নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে !

বিশ্বজিৎ সাহা, কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় অবশ্য হাওয়া অফিসের সতর্কতা এখনও জারি রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার। বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে।

আরও পড়ুন– হেমার সঙ্গে অন্তরঙ্গ প্রেমের দৃশ্য করতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ; এ নিয়ে কী প্রতিক্রিয়া বলিউডের ড্রিম গার্লের?

আজ, মঙ্গলবার মূলত পরিষ্কার আকাশ ৷ কোথাও সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ হতে পারে। আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে।

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫-৬ জেলায় রয়েছে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

কলকাতায় আজ, মঙ্গলবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন– বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন নববধূ, এদিকে হাসির রোল স্বজনদের মধ্যে; আচমকাই প্রকাশ্যে এল কনের আসল রূপ

আজ, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৬ মিলিমিটার।