প্রতীকী ছবি

Crime News: চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, কেউ টেরও পায়নি! ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

চুরু: স্লিপার বাসে ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল চুরু জেলার রতননগর থানার পুলিশ। এদিন তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। ডাক্তারি পরীক্ষাও হয়েছে। পুরো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

রতননগর থানার অফিসার জয়প্রকাশ জানিয়েছেন, অভিযুক্ত অনিল মেঘওয়াল (২১) ধাধরিয়া বানিরোতন গ্রামের বাসিন্দা। প্রায় দেড় বছর আগে ধাধরিয়া গ্রামের একটি ধর্মশালায় এক নাবালিকাকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খাইয়ে ধর্ষণের করেছিল সে। সেই শুরু। সেই সময় নির্যাতিতার বেশ কিছু অশ্লীল ছবি তুলে রাখে অনিল ও তার বন্ধুরা। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করত তারা।

আরও পড়ুন: ঝড়বৃষ্টি এখনই শেষ নয়! ভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণের এই ৭ জেলায়, আবহাওয়ার বড় খবর

ছবি ভাইরাল করার হুমকি দিয়ে অপহরণ: ২৮ এপ্রিল স্থানীয় দোকানে যাচ্ছিলেন নাবালিকা। রাস্তায় তাঁর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাকে অপহরণ করে অনিল ও তার সাঙ্গোপাঙ্গোরা। এর পরে অভিযুক্ত অনিল মেঘওয়াল নাবালিকাকে নিয়ে সর্দারশহর থেকে জয়সলমীর যাওয়ার একটি স্লিপার বাসে ওঠে। চলন্ত বাসেই ১৪ বছর বয়সী নাবালিকাকে ২ বার ধর্ষণ করে সে। নির্যাতিতা নাবালিকা একদিন আগেই এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। জানা গিয়েছে, নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রী। মাত্র সাড়ে ১২ বছর বয়সে প্রথমবার তাঁকে ধর্ষণ করেছিল অভিযুক্তরা।

আরও পড়ুন: বিরিয়ানি তো খান, কাচ্চি-পাক্কি-দম পুখত বিরিয়ানির পার্থক্য কি জানেন? কোনটা কেন জনপ্রিয় জানুন

অভিযুক্তকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ: নির্যাতিতার রিপোর্টের ভিত্তিতে, পুলিশ অভিযুক্ত অনিল মেঘওয়ালের বিরুদ্ধে আইপিসির গুরুতর ধারায় মামলা দায়ের করেছে। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্ত অনিল মেঘওয়ালকে। আসামিকে আদালতে পেশ করা হলে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আপাতত অনিলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উল্লেখ্য, এই ঘটনায় পুলিশ প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নেয়নি বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। পরে আর কোনও উপায় নেই দেখে বাবাকে নিয়ে এসপি অফিসে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন তিনি। তারপরই এসপি-র নির্দেশে থানায় মামলা দায়ের হয়।