দিঘা: আজ, মঙ্গলবার কেন্দ্রীয় নারকোটিং কন্ট্রোল বোর্ড(NCB) দিঘা ওড়িশা বর্ডারে অভিযান চালিয়ে ওড়িশা রেজিস্ট্রেশন ভুক্ত একটি সুইফট ডিজার-সহ বহুমূল্যের মাদকদ্রব্য আটক করে। দুটি গাড়ি করে ৫ প্রতিনিধি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওড়িশা বর্ডার-এ চেকিং শুরু করে।
আরও পড়ুনঃ ভোর রাতে ‘বন্ধুকে’ বাড়ি থেকে ডেকে নিয়ে কোপ! চলল গুলিও! রক্তারক্তি কাণ্ড শিয়ালদহতে
ওড়িশার রেজিস্টার ভুক্ত OR2BH3053 এই গাড়িটি সেই সময় আচমকা পাস করে। তখনই পুলিশের নজরে এলে গাড়িটিকে দিঘা উন্নয়ন পর্ষদ পর্যন্ত ধাওয়া করে। দ্রুতগতিতে গিয়ে তড়িঘড়ি পর্ষদ অফিসের সামনে রেখে দুষ্কিরা পালিয়ে যায়।
তবে এই মুহূর্তে গাড়িটি আটক করা হয়েছে ওই গাড়িটি ভিতরে বেশ কয়েক বস্তা মাদকদ্রব্য রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ওই অভিযান চলার সময় নারকোটিং বাহিনী স্থানীয় জেলা পুলিশ ও স্থানীয় ওসিকে না জানিয়ে রেড শুরু করে দেওয়ায় দুই পক্ষে বাকবিতণ্ডা চলতে থাকে বেশ কিছুক্ষণ।তবে, এই বিষয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশ কোন কিছুই মুখ খুলতে চায়নি। সবই তদন্তের বিষয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ শুভেন্দু কুমার।
Pankaj Dashrothi