সৌদির দর্শকদের উড়ন্ত চুম্বন রোনাল্ডোর ! গ্যালারি থেকেই দেখলেন দলের দারুণ জয়

#রিয়াধ: সৌদি আরবে পৌঁছেই জানিয়ে দিয়েছিলেন কোচ চাইলে প্রথম ম্যাচ থেকেই তিনি খেলবেন। মানসিক এবং শারীরিক দিক থেকে তিনি তৈরি। কিন্তু সেটা আটকে গেল নিয়মের বেড়াজালে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার মাঠে নামবেন, এ কারণে হুমড়ি খেয়ে পড়েছিল আল নাসরের ভক্তরা। কিন্তু হতাশ হতে হল তাদেরকে।

গত এপ্রিলে এভার্টনের কাছে হারের পর মাঠ থেকে বের হওয়ার সময় এক ক্ষুদে ভক্তের মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারেন রোনালদো। সে ঘটনায় পরে দুঃখ প্রকাশ করলেও রোনালদোর প্রতি ২ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে এফএ। যখন নিষেধাজ্ঞা দেয়া হয়, ততদিনে রোনালদোর সঙ্গে ম্যানইউর বিচ্ছেদ ঘটে গেছে। সুতরাং, সেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা থেকেই যায়।

আরও পড়ুন – আজ রাজকোটে অঘোষিত ফাইনাল! লঙ্কা বধ করতে মরিয়া হার্দিকের নতুন ভারত

ফিফার নিয়ম হলো, কোনো খেলোয়াড়ের ওপর সে যে দেশের লিগে খেলে, সেখানে শৃঙ্খলাজনিত কোনো শাস্তির সম্মুখিন হলে এবং পরবর্তীতে অন্য কোনো দেশে চলে গেলেও সেই শাস্তি কার্যকর করতে হবে।বৃহস্পতিবার রাতে আল তায়ের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আল নাসরের ম্যাচ। কিন্তু ওইদিন প্রচণ্ড বৃষ্টিপাত এবং এ কারণে বিদ্যুৎ না থাকায় পুরো ম্যাচটাই ২৪ ঘণ্টার জন্য পিছিয়ে দেয়া হয়।

শুক্রবার রাতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে আল তায়েকে ২-০ গোলে পরাজিত করে আল নাসর। তবে মাঠে নামতে পারেননি বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলার পারিশ্রমিকে আল নাসরে যোগ দেওয়া রোনালদো। গ্যালারিতে বসেই দলের জয় দেখলেন তিনি এবং গোলের পর পর তাকে উল্লসিত হতেও দেখা যায়। আল নাসর ক্লাবের পরবর্তী ম্যাচ রয়েছে ১৪ জানুয়ারি। সেদিনও খেলতে পারবেন না রোনাল্ডো। তৃতীয় ম্যাচ থেকে মাঠে নামবেন তিনি।