আজ রাজকোটে অঘোষিত ফাইনাল! লঙ্কা বধ করতে মরিয়া হার্দিকের নতুন ভারত

#রাজকোট: মুম্বইতে মাত্র দু রানে জয় এলেও, লঙ্কার বিরুদ্ধে পুনেতে লড়াই করেও হেরে যায় ভারত। তাতে অবশ্য চিন্তিত নন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার হারানোর কিছু নেই। বরং আগ্রাসী ক্রিকেটেই বাজিমাতের চেষ্টা করবেন শানাকারা। এই লড়াইয়ে তাঁদের সাহায্য করছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। দুই দলের র‌্যাঙ্কিংয়ে (ভারত ১ ও শ্রীলঙ্কা ৮) বিস্তর ফারাক থাকলেও, মাঠে তা মালুম হচ্ছে না।

তাই রাজকোটে সিরিজ নির্ণায়ক ম্যাচে আরও এক উপভোগ্য লড়াইয়ের প্রত্যাশা করাই যায়। এই সিরিজে ভারতের সেরা প্রাপ্তি অবশ্যই অক্ষর প্যাটেল। কেন তাঁকে রবীন্দ্র জাদেজার বিকল্প বলা হয়, সেটা তিনি দু’টি ম্যাচেই বুঝিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার ব্যাট হাতে অক্ষর যে লড়াই উপহার দিয়েছেন, তা এক কথায় অনবদ্য। পরাজয়ের মঞ্চেও তিনি মন ভরিয়ে দিয়েছেন ভারতীয় সমর্থকদের।

দ্বিতীয় স্পিনার হিসেবে চাহালেই হয়তো ভরসা রাখবেন কোচ দ্রাবিড়। কারণ তিনি অভিজ্ঞ। গতির বিস্ফোরণ ঘটাচ্ছেন উমরান মালিকও। তবে জঘন্য পারফরম্যান্সের পরেও দল যে অর্শদীপের পাশে রয়েছে, সেই বার্তা দিয়েছেন রাহুল দ্রাবিড়। তবুও এই ম্যাচে বাঁহাতি পেসারটি খেলেন কিনা, সেটাই দেখার। ভারতের ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা একেবারেই ফর্মে নেই। না হলে দুশোর উপর টার্গেট তাড়া করতে নেমে ৫ ব্যাটসম্যান ৫৭ রানে ড্রেসিংরুমে ফিরে যায়! কারও কোনও দায়-দায়িত্ব নেই। চেনা ছন্দ থেকে শত আলোকবর্ষ দূরে শুভমান গিল। তাঁকে নাকি তিন ফরম্যাটের জন্যই তৈরি করা হচ্ছে। শ্রীলঙ্কার মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে রান করতে না পারলে, আর কবে করবেন পাঞ্জাব কা পুত্তর।

অভিষেকেই হোঁচট খেয়েছেন রাহুল ত্রিপাঠিও। অধিনায়ক হার্দিক পান্ডিয়া কিংবা দীপক হুদাকে মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে আরও সতর্ক থাকতে হবে সূর্যকুমার যাদবকেও। তিনি ম্যাচ উইনার। তবে যেভাবে ভারতীয় বোলাররা শানাকাকে আটকানোর রাস্তা খুঁজে পাননি, সেটা ফাইনালে করলে চলবে না। হার্দিক অবশ্য নিশ্চিত আজ ভারত নিজেদের সেরা খেলা তুলে ধরবে।