কুমির ( ফাইল ছবি ) 

দেখা গিয়েছিল কুমির, আবার বাড়ছে জল! তাহলে এ বারেও কী শুরু হবে আতঙ্ক?

গতবছর ঠিক এই সময়েই কালনার পালপাড়া এলাকায় দেখা গিয়েছিল একটি আস্ত কুমির। এবছরও জল বেড়েছে নদীতে, তাই স্বভাবতই কুমির নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ধাপে ধাপে বেড়েই চলেছে ভাগীরথী নদীর জল। আর তারই জেরে আতঙ্কে ঘুম উড়েছে কালনার পালপাড়া এলাকার কয়েকশো বাসিন্দার।  সকাল থেকেএকাধিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে। কালনা শহরের যে ড্রেন দিয়ে জল নদীতে পরে , সেই ড্রেনে এখন নদীর জল প্রবেশ করেছে।