হাওড়ার গঙ্গায় কুমির দেখে আতঙ্কিত এলাকার মানুষ

Howrah News: জলে ওটা কী! হাওড়ার গঙ্গায় দেখা মিলল অতিকায় প্রাণীর, আতঙ্ক, ধোঁয়াশায় স্থানীয়রা

হাওড়া: গঙ্গায় কুমির! হাওড়ায় হুগলি বা গঙ্গা নদীর বুকে কুমির দেখে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া মাঝের পাড়া এলাকায় গঙ্গায় একটি বড় প্রাণী দেখে চাঞ্চল্য ছড়ায়। প্রাণীটি যেখানে দেখা যায়, তার অদূরেই ঘাট, যেখানে বহু মানুষ প্রয়োজনে ঘাট ব্যবহার করে সেই সব মানুষ আতঙ্কে। এ ছাড়াও পার্শ্ববতী ঘাটগুলিতেও নামতে মানুষ ভয় করছে।

আরও পড়ুন: সাবধান! WhatsApp ব্যবহার করতে গিয়ে হ্যাকারের পাল্লায় পড়লেই সর্বনাশ, কখনওই এই ভুলগুলি করবেন না

ওই প্রাণীটি গতকাল সন্ধ্যা থেকে দেখা যাচ্ছে বলে স্থানীয়দের দাবি। প্রাণীটিকে দেখা মাত্র, স্থানীয় যুবকদের মধ্যে অনেকেই মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে। আপাতদৃষ্টিতে কুমির বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। হাওড়ার গঙ্গায় কুমির, খবর ছড়িয়ে পড়তে কুমির চোখে দেখতে নদী পারে ভিড় জমাতে শুরু করে বহু মানুষ। অন্য দিকে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে নদী লাগোয়া এলাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে নদী লাগোয়া বহু মানুষ নদীর জলে স্নান করে পুজোর প্রয়োজনে নদীতে নামেন।

এছাড়াও নৌকার উপর নির্ভর মানুষজনও আতঙ্কে। এর পর থেকে গঙ্গাতে সাহস করে নামতেই ভয় পাচ্ছেন অনেকে। গত কয়েক মাস আগে উলুবেড়িয়ার গঙ্গায় একটি ঘড়িয়াল দেখা দিয়েছিল। যদিও সেটি ঘড়িয়াল নাকি কুমির, তার স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অনুমান কুমির। নদীতে প্রাণীটি দেখার পর, স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হয় বলেও জানা গিয়েছে। হাওড়ার গঙ্গাতে কুমির কীভাবে, তা নিয়ে বেড়েছে দুশ্চিন্তা।

রাকেশ মাইতি