South 24 Parganas News: মাছ ধরতে গিয়েই হাড়হিম! জলে ভাসছে আস্ত দানবাকৃতি জীব… বাপ রে! কী ওটা? আতঙ্কে ভয়ে কাঁটা গ্রামবাসী

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন মানে জলে কুমির আর ডাঙায় বাঘ। আর তার সঙ্গে নদী ঘেঁষা জঙ্গল। তা সত্ত্বেও দূর-দূরান্ত থেকে পর্যটকরা সুন্দরবনের বেড়াতে আসে শুধুমাত্র এক বার নিজের স্বচক্ষে বাঘ কুমির দেখার আশায়। ‌বিভিন্ন সময়ে সুন্দরবনের জঙ্গল ঘেঁষা গ্রামে প্রায় সময় রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে যাওয়ার কথা শোনা ‌যায়। আবার কখনও কখনও এই রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে গ্রামের গরু-মহিষ মেরে দিয়ে চলে গিয়েছে। এই ঘটনার বহুবারের সাক্ষী থেকেছে সুন্দরবনের জঙ্গল ঘেঁষা নদীমাতৃক এলাকার মানুষজনেরা। আবার অনেক সময় পুকুরের মধ্যে কুমিরও ঢুকে যেতে দেখা গিয়েছে।

গ্রামের মধ্যে বাঘ বা কুমির ঢুকে গেলে বন দফতরের খবর দিলে বনদফতরের কর্মীরা এসে কখনওবাঘ আবার কখনওকুমির উদ্ধার করে চিকিৎসা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়ার ঘটনা বহু বার ঘটেছে সুন্দরবনে। তবে এবার সুন্দরবন এলাকার পিয়ালি নদীর চরে একটি কুমির ভাসতে দেখে এলাকার কয়েকজন মৎস্যজীবীরা।

আরও পড়ুন: যোগ ব্যায়াম কেন করবেন? কী কী উপকার এতে? আন্তর্জাতিক ‌যোগ দিবসে জেনে নিন সবটা

আরও পড়ুন: যোগ দিবসে বাংলার জন্য বিরাট খুশির খবর, চমক রায়দিঘির কিশোরের!

এরপর কাছে গিয়ে দেখে কুমিরটি মারা গিয়েছে। আর এই মৃত কুমির উদ্ধার করে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কুলতলীরবালা হারানিয়া গ্রামে। এরপর গ্রামবাসী মৎস্যজীবীরা কুমির মৃত অবস্থায় নদীতে ভাসতে দেখে। খবর দেওয় হয় পিয়ালি বিট অফিসে। খবর পেয়ে পিয়ালি বিট অফিসের বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় । এই কুমির মৃত্যুর ঘটনা সচারচর ঘটে না। কী ভাবে মৃত্যু হল এই কুমিরের, তা খতিয়ে দেখছে বন দফতরের অধিকারীরা।

সুমন সাহা