কুমির ( ফাইল ছবি ) 

Purba Bardhaman News: এই এলাকাতেই দেখা গিয়েছিল কুমির, আবার বাড়ছে জল! তাহলে এ বারেও কী…

পূর্ব বর্ধমান: গতবছর ঠিক এই সময়েই কালনার পালপাড়া এলাকায় দেখা গিয়েছিল একটি আস্ত কুমির। এবছরও জল বেড়েছে নদীতে, তাই স্বভাবতই কুমির নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

ধাপে ধাপে বেড়েই চলেছে ভাগীরথী নদীর জল। আর তারই জেরে আতঙ্কে ঘুম উড়েছে কালনার পালপাড়া এলাকার কয়েকশো বাসিন্দার।  সকাল থেকেএকাধিক জায়গায় জল ঢুকতে শুরু করেছে। কালনা শহরের যে ড্রেন দিয়ে জল নদীতে পরে , সেই ড্রেনে এখন নদীর জল প্রবেশ করেছে।

জল বাড়ায় আতঙ্কে রয়েছেন অনেকেই। তাই স্থানীয়দের সচেতন করতে এবং তাদের পাশে দাঁড়াতে, রাস্তায় নেমেছেন উক্ত এলাকার কাউন্সিলর অনিল বসু। এদিন তিনি এলাকা গুলি পরিদর্শন করে, আতঙ্কিত মানুষদের সাবধানে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও পরিস্থিতি খারাপ হলে তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  হাতি সাফারির অনবদ্য জায়গা! পুজোয় কোদালবস্তি রাখুন প্ল্যানে, রিসর্টে বসেই বন্যপ্রাণ দেখুন

আরও পড়ুন:  কাটল ৪২ দিন, শনিবার থেকেই ‘কাজে’ জুনিয়র ডাক্তাররা! কিন্তু পূর্ণরূপে কাজ শুরু কবে থেকে?

কুমির আতঙ্ক প্রসঙ্গে অনিল বসু জানিয়েছেন, “কুমির না আসার কিছুই নেই। যখন তখন ওরা চলে আসতে পারে। সবাই আতঙ্কে রয়েছে। আগেও তো কুমির উঠেছিল। তবে স্থানীয়দের পাশে আমি আগেও ছিলাম আগামী দিনেও থাকব।”  স্থানীয় বাসিন্দা পঞ্চানন পাল জানিয়েছেন, “এই এলাকাতেই এই সময় গত বছর কুমির দেখা গিয়েছিল। আমরা খুবই আতঙ্কে রয়েছি। কাউন্সিলর দাদা আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”