পুলিশকে মারল জনতা

দিনের আলোয় প্রকাশ্যে পুলিশকে মারল ক্ষিপ্ত জনতা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে দিনের আলোয় কর্তব্যরত পুলিশের গায়ে হাত আম জনতার! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ছবি। ভিডিও দেখে চিহ্নিত করা হল অভিযুক্তদের। তার পরেই কড়া সিদ্ধান্ত জেলা পুলিশের।

আরজি কর কাণ্ডের পর থেকেই পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ বাড়তে শুরু করেছে রাজ্যের মানুষের। আর এবার তারই প্রতিফলন দেখা গেল মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম চৌমাথা অর্থাৎ সোদপুর রোড ও যশোর রোডের মিলনস্থলে টানা কয়েকদিন ধরে চলছে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভ অবস্থান।

আরও পড়ুন- সৌরভের বায়োপিকে টলিউডের মহাতারকা! রণবীর, আয়ুষ্মান বাদ! ডোনা হবেন কে?

জানা যায়, অবস্থান স্থল থেকেই মাত্র কয়েক ফুট দূরে ট্রাফিক আইন ভাঙায় এক বাইক আরোহীকে আটকানোর পরই হয় ঘটনার সূত্রপাত। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন বাইক আরোহী সহ পথ চলতি উত্তেজিত মানুষজন।

তখনই ট্রাফিক গার্ডের দুই এএসআইকে বেধড়ক মারধর করা হয় বলে উঠছে অভিযোগ। যদিও ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও বাইক আরোহীকে মারধরের পাল্টা অভিযোগ উঠেছে। উত্তেজনার মুহূর্তে বেশ কয়েকজন সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন, তাদের চিহ্নিত করেও ধরা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

পরিস্থিতি বেগতিক দেখে মধ্যমগ্রাম থানাকে খবর দেওয়া হলে থানার পুলিশ আধিকারিকেরা এসে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ধৃতরা হল বছর ৪৮ এর বিজয় দত্ত, বাড়ি বঙ্কিম পল্লী এলাকায়। বছর ৫২ শংকর দাস, যার বাড়ি বিবেকানন্দ নগর এলাকায়। দেবাশীষ প্রধান এক নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা।

আরও পড়ুন- টি টোয়েন্টি বিশ্বকাপে কারা পেলেন দলে জায়গা, দেখে নিন মহিলাদের টিম

বছর ৩২ এর মোহাম্মদ আজিজ বীরপুর এলাকার বাসিন্দা। তবে আটক বাইক আরোহীর থেকেও পুলিশের উপর এই হামলার ঘটনায় বেশি উত্তেজিত হয়ে উঠতে দেখা গিয়েছিল আশপাশে থাকা সাধারণ মানুষকে। আর এই ঘটনা সামনে আসতেই রীতিমতো প্রশ্ন উঠছে তবে কি পুলিশের উপর ক্ষোভের কারণেই আইন হাতে তুলে নিচ্ছে আম নাগরিকরা! যদিও বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।

ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করে খোঁজ চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। ওই বাইক আরোহীকে আটক করার পর তাকে ট্রাফিক গার্ডের কিয়স্ক এর কাছে নিয়ে আসতে দেখেই উত্তেজিত জনতা এভাবে চড়াও হয় পুলিশের উপর।

রীতিমতো কিয়স্ক থেকে বের করে মারধর করা হয় ওই আধিকারিকদের বলে জানা যায়। যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। এখন দেখার এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে কি ভূমিকা নেওয়া হয়।

Rudra Narayan Roy