Tag Archives: Sodpur

Football: এক সময়ে ময়দান কাঁপানো খেলোয়াড়দের ফুটবল খেলা দেখল সোদপুর! প্রায় সকলেই ষাটোর্ধ্ব

উত্তর ২৪ পরগনা: একসময় ফুটবল পায়ে ময়দান দাপানো প্রাক্তন খেলোয়াড়দের দীর্ঘ বছর পর আবারও এদিন দেখা গেল স্ব-মহিমায়। কারুর বয়স ৬৬ কারুর ৫৮। কেউ খেলেছেন মোহনবাগানের হয়ে, কেউ ইস্টবেঙ্গলের হয়ে, কেউ খেলেছেন পোর্ট ট্রাস্ট সহ কলকাতার নামীদামি ফুটবল দলের হয়ে। শুধু তাই নয়, এদিন সোদপুর চন্ডি চরণ গাঙ্গুলি ক্রীড়াঙ্গনে ফুটবল পায়ে দেখা গেল ভারতীয় দলে খেলা প্রাক্তন খেলোয়াড়দেরও।

ছিলেন স্বপন সেনগুপ্ত, রনজিৎ মুখোপাধ্যায়, দিবাকর চক্রবর্তী, পবিত্র কর, রাজনারায়ণ মুখোপাধ্যায়ের মত ফুটবলাররাও। জেলার সেরা ক্লাব গুলির মধ্যে অন্যতম সোদপুর ক্লাবের শত বর্ষ উদযাপন ঘিরে এদিন ছিল একটি প্রাক্তনীদের প্রীতি ফুটবল ম্যাচ। যেখানে অংশ নিয়েছিলেন উত্তর ২৪ পরগনা একাদশ বনাম সোদপুর ক্লাব একাদশ। খেলা ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছিল প্লেয়ার সহ ক্লাব সদস্যদের মধ্যে।

 

আরও পড়ুন: গরমে গাছে কতবার জল দেওয়া উচিত? কী করে বাঁচাবেন বাগানের গাছ? জানুন

 

কেউ ৪০ বছর পর, তো কেউ ৪৫ বছর পর আবারও এদিন ফুটবল পায় নিলেন। আর তার সঙ্গে সঙ্গেই বয়সকে পিছনে ফেলে যেন আবারও সকলে ফিরে গেলেন সেই যৌবনে। মাঠে নেমে ওয়ার্ম আপ করতেও দেখা গেল প্রাক্তন খেলোয়াড়দের। এরপরই খেলা শুরু হতে, রীতিমতো বুড়ো হারের ভেল্কি দেখলো দর্শক আসনে থাকা ক্রীড়া প্রেমীরা। ফুটবল পায়ে একে অপরকে টেক্কা দিয়ে চলল হাড্ডা হাড্ডি লড়াই। সোদপুর ক্লাবে বর্তমানে প্রশিক্ষণ নেওয়া ফুটবলের ছাত্ররাও এদিন দেখল প্রাক্তনীদের পায়ের নিখুঁত কাজ। দর্শক আসনে থাকা ক্রীড়া-প্রেমীরা এদিনের এই খেলা দেখে বললেন, কথায় বলে – পুরনো চাল ভাতে বাড়ে, আজ যেন তারই বাস্তব রূপ দেখা গেল প্রাক্তনীদের এই ফুটবল খেলার মধ্যে দিয়ে।

Rudra Narayan Roy

Cricket: বয়স শুধুই সংখ্যা! ব্যাট-বল হাতে মাঠে নামলেন প্রাক্তন ক্রিকেটাররা! সকলেই ষাটোর্ধ্ব!

উত্তর ২৪ পরগনা: কারও বয়স ৬৯, কারও ৬৩, কেউ আবার ৫২। তাতে কী! বয়স যে শুধুই সংখ্যা মাত্র, এদিন মাঠে নেমে এই কথাই যেন প্রমাণ করলেন সোদপুর ক্লাবের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা। ক্লাবের শতবর্ষ উদযাপনে এদিন একটি প্রীতি প্রদর্শনী ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল। সেই খেলাতে দীর্ঘ বছর পর মাঠে নামতে দেখা গেল ক্লাবেরই স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটারদের। আর এই ক্রিকেট খেলার মধ্যে দিয়েই যেন আবারও শৈশবে ফিরে গেলেন সকলে।

এদিন ব্যাট বল নিয়ে মাঠ দাপালেন প্রাক্তন রঞ্জি প্লেয়ার অজয় বর্মা, সনৎ ভট্টাচার্য, প্রসেনজিৎ দাস, জয়ন্ত ঘোষ দোস্তিদার সহ সোদপুর ক্লাবের পাশাপাশি, জেলার প্রাক্তন ক্রিকেটাররা। এদিন উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইলেভেন ভার্সেস সোদপুর ক্লাব ইলেভেনের মধ্যে একটি ১৫ ওভারের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিনের এই খেলা ঘিরে খেলোয়ারদের পাশাপাশি উত্তেজনা লক্ষ্য করা যায় দর্শক আসনে থাকা ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যেও।

 

আরও পড়ুন: গরমে পান্তা ভাত খেলে কী হয়? শরীরের উপকার নাকি ক্ষতি? জানুন

 

বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইলে আসক্তি বেড়ে যাওয়ার কারণে অনেক শিশুরাই এখন মাঠ মুখো হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাবের প্রবীণ সদস্যরা এদিন ব্যাট বল হাতে মাঠে নেমে যেন সবুজ মাঠকে ভালবেসে নেশায় জড়ানোর বার্তাই ছড়িয়ে দিলেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় প্রণব রায়-ও। বিশেষ সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে প্রাক্তন এই খেলোয়াড়দের স্বাগত জানানো হয় ক্লাবের তরফে। ফ্লাড লাইটের আলোয় এদিন সোদপুর ক্লাব ময়দান যেন দেখল এক অন্য খেলা।

Rudra Narayan Roy