সিএসকে বনাম আরসিবি- ছবি- AP

CSK vs RCB: আগুনে মুস্তাফিজুর, একাই মুড়িয়ে দিল বেঙ্গালুরুর টপ অর্ডার, অনুজ-দীনেশে ভর দিয়ে ভদ্রস্থ স্কোর আরসিবি-র

CSK vs RCB: শুরু হয়ে গেল আইপিএলের ২০২৪ মরশুম৷ চেন্নাইতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পরেই মুখোমুখি হল সিএসকে ও আরসিবি৷ কিন্তু টসে জিতে  ব্যাটিং নিয়ে যে প্ল্যানিংয়ে গেম স্ট্র্যাটেজি সাজিয়েছিল আরসিবি তার অনেকটাতেই জল ঢেলে দিল সিএসকের মুস্তাফিজুর রহিমের হাড় হিম করা বোলিং স্পেল৷ তবে দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত জুটিতে ফের লড়াইতে ফেরে আরসিবি৷

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস৷ বিরাটকে সঙ্গে নিয়ে ধামাকা শুরু করেন ফ্যাফ৷ কিন্তু এই জুটিকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভাঙন ধরিয়ে দেন মুস্তাফিজুর৷ ২৩ বলে ৩৫ রান করেন তিনি ৷ তাঁর ইনিংসে ছিল ৮ টি চার৷

এদিকে ফ্যাফের পর নেমেই প্যাভিলিয়নে ফিরে যান রজত পাতিদার৷ তিনি শূন্য রান করে ফিরে যান৷ ০ রানেই গ্লেন ম্যাক্সওয়েলকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন দীপক চাহার৷

এরপর বিরাটের উইকেটেও তুলে নেন মুস্তাফিজুর৷ দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরে বিরাটের রান হয় ২১৷ ২০ বলে এই রান করেন তিনি৷ দারুণ ক্যাচ ধরে ম্যাজিকাল মোমেন্ট তৈরি করেন অজিঙ্ক রাহানে৷

কিন্তু অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক জুটি আটকে থাকা আরসিবি নৌকা এগিয়ে নিয়ে যান৷ বুদ্ধিদীপ্ত ভাবে গেম সাজিয়ে দলের স্কোর রীতিমতো ভদ্রস্থ জায়গায় নিয়ে যান দীনেশ  ও অনুজ৷

২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে আরসিবি৷ ২৫ বলে  ৪৮ রান করে আউট হন অনুজ৷ ২৬ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক৷