শরবত দিচ্ছেন শিক্ষিকা 

পড়ুয়াদের ক্লান্তি কমাতে দেওয়া হল দইয়ের শরবত! খুশির হাওয়া স্কুলে

আলিপুরদুয়ার: প্রচণ্ড গরমে ওষ্ঠাগত প্রাণ। এর মধ্যেই বেলা করেই শেষ হচ্ছে স্কুল। ক্লাস ঘরে থেকে পঠন পাঠন চালিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ। পড়ুয়াদের একটু স্বস্তি দিতে টক দই-এর শরবত দেওয়া হচ্ছে জ্বটেশ্বরে।

প্রচণ্ড গরমে ছোট–বড় সবার অবস্থাই নাজেহাল। এই আবহেই চলছে ক্লাস। ভ্যাপসা গরমের হাত থেকে ছাত্র-ছাত্রীদের স্বস্তি দিতে উদ্যোগ নিল জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সকল পড়ুয়াদের খাওয়ানো হল দইয়ের শরবত।শিক্ষক, শিক্ষিকারা নিজেদের টাকা দিয়ে কিনে আনেন টক দই, ঠান্ডা জল ও পরিবেশনের গ্লাস।

আরও পড়ুন- দক্ষিণেশ্বরের রাস্তায় দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিমান!উৎসাহী জনতার জেরে ভিড়

ফালাকাটা ব্লকের জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের এই প্রচেষ্টায় বেশ খুশি পড়ুয়া সহ অভিভাবকরা। টক দইয়ের শরবত পরিবেশন করেন শিক্ষক শিক্ষিকারা নিজেদের হাতে। বুঝিয়ে বলেন পড়ুয়াদের এই শরবতের গুরুত্ব।

পাশাপাশি বাড়িতে শুধু জল পান করলে হবে না সঙ্গে পান করতে হবে যে কোনও শরবত বলে পড়ুয়াদের জানালেন শিক্ষকরা।এই বিষয়ে স্কুলের শিক্ষক অর্ণব ঘোষ জানান, \”বাচ্চাগুলোর কষ্ট একটু হলেও কমেছে। সবদিন এই ব্যবস্থা করতে হয়ত পারবনা। কিন্তু যেদিন অতিরিক্ত গরম অনুভূত হবে সেদিন ওদের এই শরবত পান করাব।\”

Annanya Dey