সাইকেল র‍্যালি

East Medinipur News: আসন্ন পরিবেশ দিবস! উপকূলের পরিবেশ বাঁচাতে সমুদ্র সৈকতে সাইকেল র‍্যালি

কোলাঘাট: দিনে দিনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এগিয়ে আসতে হবে সকলকে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসকে সামনে রেখে কোলাঘাট গ্রীন ট্রাভেলার্স এর উদ্যোগেসৈকত র‍্যালির মাধ্যমে শুরু হল সবুজায়ন এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চল। কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলের পরিবেশ দিন দিন বদলে যাচ্ছে। পার্ক তার প্রভাব পড়ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের ওপর। উপকূলবর্তী এলাকা সহ সমুদ্র সৈকতের পরিবেশ বাঁচাতে কোলাঘাট গ্রীন ট্রাভেলার্স এর পক্ষ থেকে দীঘা মন্দারমনি তাজপুর বাকিপুর সহ বিভিন্ন সৈকতে সাইকেল র‍্যালি এদিন সংস্থার উদ্যোগে কোলাঘাট থেকে সাইকেল র‍্যালির শুভ সূচনা ঘটে। দু’দিন ধরে দিঘা, তাজপুর, মন্দারমণি সহ জেলার সৈকত শহর সাইকেল র‍্যালির মাধ্যমে পর্যটক থেকে এলাকার মানুষকে পরিবেশ রক্ষার নানা বার্তা তুলে ধরা হবে।

রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণি। সেই পর্যটনকেন্দ্র দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন। তাদের কাছে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান পরিবেশ প্রেমী অসীম দাস। তিনি আরও জানান, বর্তমান সময়ে উষ্ণায়ন, প্রাকৃতিক দুর্যোগ যেভাবে দেখা দিচ্ছে তার হাত থেকে বাঁচতে সকলকে পরিবেশের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। তাই প্রত্যকের স্লোগান হোক গাছ লাগান, সাইকেল চালান – পরিবেশ বাঁচান। পরিবেশ সুস্থ থাকলে সকলেই শান্তিতে থাকতে পারবে। আর এই উদ্দেশ্য নিয়েই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সৈকত সাইকেল র‍্যালি শুরু হয়েছে। এই সাইকেল র‍্যালি ওড়িশার বিচিত্রপুর সমুদ্র সৈকতে গিয়ে শেষ হবে।