মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে ধাক্কা

Cyclone Alert Bengal: ফুঁসছে ঘূর্ণিঝড় রিমল….! দুর্যোগের অশনি সংকেত বাংলায়! বাতিল হয়ে গেল মমতার রোড শো

কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমল। আর তারই জেরে সপ্তম দফা লোকসভা ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারে ধাক্কা। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য মুখ্যমন্ত্রীর রবিবারের রোড শো বাতিল করা হল। হরিণভী থেকে রোড শো হওয়ার কথা ছিল এদিন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি। তাই রোড শো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় সূত্রে এমনটাই খবর।

তবে রোড শো বাতিল হলেও রাজনৈতিক সভা হবে। দুপুর ৩.৩০ টে থেকে আজ রোড শো ছিল মুখ্যমন্ত্রীর। যদিও প্রাকৃতিক দুর্যোগের আগাম ইঙ্গিতে প্রশংসনিক তৎপরতা তুঙ্গে। রাজ্য জুড়ে তটস্থ সব মহল। জারি করা হয়েছে লাল সতর্কতা। লালবাজার, নবান্নে খুলেছে কন্ট্রোল রুম। তৎপর রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। পূর্যসভার তরফ থেকেও নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি।

এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে, সপ্তম দফার ভোটের আগে টানা দু’দিনের কর্মসূচি নিয়ে রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতায় রোড শো করছেন না প্রধানমন্ত্রী। তবে ২৮ মে বিকেল ৫ টা নাগাদ সারদা মায়ের বাড়িতে যাবেন মোদি। প্রায় ৪০ মিনিট তিনি সারদা ভবনে থাকবেন বলেই প্রধানমন্ত্রীর সূচি চূড়ান্ত হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বাগবাজার সারদা মায়ের বাড়িতে কয়েকজন মহারাজদের সঙ্গে সাক্ষাৎ ও করবেন প্রধানমন্ত্রী। বারুইপুরে সভা করেই বাগবাজার যাবেন প্রধানমন্ত্রী বলেই সূচি চূড়ান্ত হয়েছে।