কত জোরে ছুটছে দানা?

Cyclone Dana Alert: কত গতিতে ছুটছে দানা? ঘূর্ণিঝড়ে তছনছ হবে রাজ্যের একাধিক জেলা! সরানো হল বাসিন্দাদের

কলকাতা: ওড়িশাতেই ল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় দানার। ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে দানা।

বর্তমানে সাগরদ্বীপ থেকে ৬০০ কিমি দূরে আছে ঘূর্ণিঝড়। শেষ ৬ ঘণ্টায় গতি কিছুটা কমেছে, বর্তমানে ১৫ কিমি প্রতি ঘণ্টা বেগে এগোচ্ছে ঝড়। তবে তার গতিবেগ ক্রমশ বাড়বে। সতর্কতামূলক ব্যবস্থা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা  ও পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য। নজরে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামোড়া দ্বীপ। এই দ্বীপের প্রায় চার হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় দানা! জানেন পরের ঝড়ের নাম কী? ভারত আবার কবে ঝড়ের নাম দেবে?

পাশাপাশি সাগর ও তার সংলগ্ন এলাকা থেকে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পূর্ব মেদিনীপুরের রামনগর ওয়ান ও রামনগর টু থেকে কয়েক হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি হচ্ছে।

আরও পড়ুন: বদলে গেল কলকাতা থেকে উত্তরবঙ্গের বহু ট্রেনের সময়! পাহাড়ে যাওয়ার আগে জেনে নিন

দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামোড়া দ্বীপের প্রায় সবাইকেই নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। দানা নিয়ে কৃষকদের বার্তা রাজ্যের। ৮০ শতাংশ ধান পেকে গেলে ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি থেকেও বাসিন্দাদের নিরাপদ সরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রায় ১৫ হাজার বাসিন্দাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরানোর প্রস্তুতি শুরু করা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।