আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।

সুপার সাইক্লোন কাকে বলে? দানা কি আমফানের মতো তাণ্ডব চালাবে? জেনে নিন

আমফানের মতোই কি তাণ্ডব চালাবে দানা! এই প্রশ্ন এখন অনেকের মনে। ইতিমধ্যে জেলায়, জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শহর কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তবে এখনও ল্যান্ডফল হয়নি ঘূর্ণিঝড় দানার।
আমফানের মতোই কি তাণ্ডব চালাবে দানা! এই প্রশ্ন এখন অনেকের মনে। ইতিমধ্যে জেলায়, জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শহর কলকাতাতেও বৃষ্টি হচ্ছে। তবে এখনও ল্যান্ডফল হয়নি ঘূর্ণিঝড় দানার।
এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে ওড়িশায়। তবে এর প্রভাব থাকবে বাংলায়। এটি এখন সারদ্বীপের থেকে ৬০০ কিমি দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১২ থেকে ১৮ কিমি বেগে সছে এটি।
এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে ওড়িশায়। তবে এর প্রভাব থাকবে বাংলায়। এটি এখন সারদ্বীপের থেকে ৬০০ কিমি দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১২ থেকে ১৮ কিমি বেগে সরছে এটি।
২০২০ সালে আমফানের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। আমফান ছিল সুপার সাইক্লোন। দানা কি সুপার সাইক্লোন হিসেবে আছড়ে পড়বে!
২০২০ সালে আমফানের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। আমফান ছিল সুপার সাইক্লোন। দানা কি সুপার সাইক্লোন হিসেবে আছড়ে পড়বে!
আবহাওয়াবিদদের পরিভাষায়, যে সব ঘূর্ণিঝড়ের গতি ১২০ নট বা তার বেশি, সেগুলি সুপার সাইক্লোন। ১২০ নট অর্থাৎ ২২২ কিমি প্রতি ঘণ্টা।
আবহাওয়াবিদদের পরিভাষায়, যে সব ঘূর্ণিঝড়ের গতি ১২০ নট বা তার বেশি, সেগুলি সুপার সাইক্লোন। ১২০ নট অর্থাৎ ২২২ কিমি প্রতি ঘণ্টা।
৩৪ থেকে ৪৭ নট বা ৬২ কিমি প্রতি ঘণ্টা থেকে ৮৭ কিমি প্রতিঘণ্টা যে সব সাইক্লোনের গতিবেগ, সেগুলি সাধারণ ঘূর্ণিঝড়। ৯০ থেকে ১১৯ নট অর্থাত্‍ ১৬৬ কিমি থেকে ২২০ কিমি প্রতিঘণ্টা গতি যে সাইক্লোনের গতি সেগুলি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন।

৩৪ থেকে ৪৭ নট বা ৬২ কিমি প্রতি ঘণ্টা থেকে ৮৭ কিমি প্রতিঘণ্টা যে সব সাইক্লোনের গতিবেগ, সেগুলি সাধারণ ঘূর্ণিঝড়। ৯০ থেকে ১১৯ নট অর্থাত্‍ ১৬৬ কিমি থেকে ২২০ কিমি প্রতিঘণ্টা গতি যে সাইক্লোনের গতি সেগুলি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন।
ঘূর্ণিঝড় দানা-র গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি। ল্যান্ডফলের পর এটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতিঘণ্টা। অর্থাৎ এটি সুপার সাইক্লোন নয়। তবে তীব্র গতিসম্পন্ন ঘূর্ণিঝড়। 
ঘূর্ণিঝড় দানা-র গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি। ল্যান্ডফলের পর এটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতিঘণ্টা। অর্থাৎ এটি সুপার সাইক্লোন নয়। তবে তীব্র গতিসম্পন্ন ঘূর্ণিঝড়।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোর রাতের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তবে ল্যান্ডফল হবে ওড়িশায়, যদিও এই সিস্টেম-এর প্রভাব পড়বে বাংলায়। জেলায়-জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোর রাতের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তবে ল্যান্ডফল হবে ওড়িশায়, যদিও এই সিস্টেম-এর প্রভাব পড়বে বাংলায়। জেলায়-জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।