দক্ষিণবঙ্গ Cyclone Dana- Local Train Cancelled: ঘূর্ণিঝড় দানার জের! শিয়ালদহ বিভাগে বাতিল হতে চলেছে বহু লোকাল ট্রেন, বিরাট আপডেট Gallery October 23, 2024 Bangla Digital Desk কলকাতা: রেলের তরফে জানানো হয়েছে, দানার কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। অর্থাৎ বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। তার মধ্যে রয়েছে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। প্রতীকী ছবি। সেই সঙ্গে থাকবে শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল। বেশ কিছু ট্রেনের হাওড়া বিভাগেও একাধিক ট্রেন বাতিল হচ্ছে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে একাধিক হাওড়া-ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। প্রতীকী ছবি। শুক্রবারও পরিস্থিতি দেখে ওই লাইনে একাধিক ট্রেন বাতিল হতে পারে। পাশাপাশি, একাধিক হাওড়া-সিঙ্গুর-হাওড়া লোকাল বাতিল করা হতে পারে। ট্রেন বাতিলের বিষয়টি ঘোষণা করা হবে স্টেশনে। সময় বদল হলে সেটিও স্টেশনে স্টেশনে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতীকী ছবি। রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে এই সময়ে কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত, দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকেও শিয়ালদহর উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। প্রতীকী ছবি। পাশাপাশি বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর হাসনাবাদ থেকেও এই দুই স্টেশনের উদ্দেশে কোনও ট্রেন ছাড়বে না। দুর্যোগের আশঙ্কায় যাত্রী সাধারণের সুরক্ষার কথা চিন্তা করে কিছু লোকাল ট্রেনও বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। প্রতীকী ছবি। ডিআরএম শিয়ালদহ দীপক নিগম জানিয়েছেন, দানার প্রভাব পড়তে পারে, এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার অর্থাৎ আগামিকাল সন্ধে থেকে কয়েকটি শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। হাওড়া ও খড়্গপুর ডিভিশন একই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। প্রতীকী ছবি।