হাওড়া: ঘূর্ণিঝড় দানার প্রভাব হাওড়াতেও | ‘দানা’র অভিঘাত হাওড়ার নদীতীরবর্তী এলাকাগুলিতে বেশি হবে বলে আশঙ্কা করছে জেলা প্রশাসন | ঝড়ের পাশাপাশি তুমুল বৃষ্টির পূর্বাভাসও | দুর্যোগ মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর |
খোলা হয়েছে কন্ট্রোল-রুম |’দানা’র জেরে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে প্রায় ১৮ হাজার মানুষের | তাঁদের উদ্ধার করে রাখার জন্য ৪০টি ফ্লাড শেল্টারকে প্রস্তুত রাখা হয়েছে| বাছাই করা ৫৮টি স্কুলকেও এই উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে | প্রয়োজনে যে কেউ মহকুমাশাসকের অফিসের কন্ট্রোল-রুম (০৩৩-২৬৬১-৩১৩৩) এবং উলুবেড়িয়া পুরসভার কন্ট্রোল-রুমে (৮৯১০৩৯৪১৫৮) যোগাযোগ করতে পারেন | জেলা প্রশাসন জানিয়েছে, গাছপালা ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেলে তা স্বাভাবিক করার জন্য পূর্ত দফতরের অধীনে থাকছে ১২টি ‘কুইক রেসপন্স টিম’ | সঙ্গে থাকছে সিভিল ডিফেন্সের অধীনে ১০টি ‘কুইক রেসপন্স টিম’ও|
এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেচ, বিদ্যুৎ, এবং পূর্ত দফতরের অধীনে থাকছে এলাকাভিত্তিক ‘কুইক রেসপন্স টিম’ | হাওড়া শহর নদী তীরবর্তী এলাকার পাশাপাশি বাউড়িয়া, চেঙ্গাইল এবং উলুবেড়িয়ার হুগলি নদী তীরবর্তী ওয়ার্ডগুলিতে বিশেষ নজর দেওয়া হয়েছে | ‘দানা’-র জেরে হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে কমপক্ষে ২৫৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে| পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার ১০ টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা মিলিয়ে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে |
আরও পড়ুন: ভয়ঙ্কর কঠিন সব রোগে ভুগছেন সলমান-ক্যাটরিনা-রণবীর-অনুষ্কা, এসব নিয়ে কেউ খোঁজই রাখে না!
অন্যদিকে, শুক্রবার ভোর ৪টে থেকে সকাল ১০ টা পর্যন্ত হাওড়া ডিভিশনে ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে | এছাড়া বাতিল প্রচুর দূরপাল্লার ট্রেনও|ইতিমধ্যেই একটি প্রেস বিবৃতিতে রেলের পক্ষ থেকে রেলের তরফে জানানো হয়েছে একদিকে রেলের সম্পত্তি সুরক্ষিত রাখা,যাতে দুর্যোগ পরবর্তীতে যাত্রী পরিষেবায় কোন ব্যাঘাত না ঘটে | সেই সঙ্গে যাত্রী সুরক্ষার দিকটা নজরে রাখা |তাতে আরও বলা হয়েছে, হাওড়া সংলগ্ন এলাকায় জল জমা একটি বিশেষ সমস্যা | অতি বৃষ্টির ফলে যদি জল জমে তাহলে জমা জল নিষ্কাশনের জন্য পাম্প সেট প্রস্তুত রাখা হচ্ছে | সেইসঙ্গে হাওড়া স্টেশন সহ হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে রেলের ইঞ্জিনিয়ার,নিরাপত্তা কর্মী,ডিজেল লোকোমোটিভ এবং চালক প্রস্তুত থাকবেন বিভিন্ন জংশনে | ঝড়ের কারণে ওভারহেড তারে বা রেল লাইনে যাতে হোর্ডিং বা কোন
বিজ্ঞাপনের বোর্ড উড়ে গিয়ে পড়ে বিপত্তি না ঘটায় সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে | এছাড়াও থাকছে মেডিকেল টিম| প্লাস্টিক শীট দিয়ে প্ল্যাটফর্মের শেডগুলি ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে | বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হলে সেক্ষেত্রে জেনারেটর এবং ইমারজেন্সি লাইটের ব্যবস্থা প্রস্তুত করে রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতিতে কাজ করার জন্য ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল,টেলিকম স্টাফ থাকবে হাওড়া, ব্যান্ডেল, পাকুড়-সহ বিভিন্ন জংশনে | মূলত, দিঘা, পুরী, জলেশ্বর, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ, চেন্নাই সেন্ট্রাল অর্থাৎ উড়িষ্যা বা উড়িষ্যার কোস্টাল বেল্টের উপর দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেইসব ট্রেনগুলো বাতিলের তালিকায় রয়েছে |
সর্বোপরি রেলের ডিভিশনাল ম্যানেজার-সহ রেলের আধিকারিকরা বিপর্যয় মোকাবিলার বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং করছেন বলে জানান হয়েছে রেল সূত্রে | দানার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৫ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে |
‘দানা’র জন্য রাজ্য সরকারের পরিবহণ দফতরের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে হাওড়া এবং কলকাতার মধ্যে ফেরি সার্ভিস | হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির পক্ষ থেকেও বৃহস্পতিবার এবং শুক্রবার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে | এর ফলে ওই দুই দিন হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া ফেরিঘাট থেকে বাগবাজার,শোভাবাজার,আহিরিটোলা, গোলাবাড়ি, আর্মেনিয়ান, চাঁদপাল এবং বাবুঘাট রুটে কোনও লঞ্চ চলাচল করবে না | একইভাবে সাঁকরাইল এর নাজিরগঞ্জ বজবজ এবং শ্যামপুরের গাদিয়াড়া নুরপুর রুটেও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
রাকেশ মাইতি