কলকাতা: ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’। গতকাল মধ্যরাত থেকেই তার ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোররাত থেকেই টানা বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়েছে শহর কলকাতা। শহরের বিভিন্ন এলাকায় জল জমার খবর পাওয়া যাচ্ছে।
টানা বৃষ্টির জেরে জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়। এ ছাড়া মহাত্মা গান্ধী রোড, পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, ক্যামাক স্ট্রিটে জল জমেছে। উত্তর বন্দর থানার কাছে স্ট্র্যান্ড রোডের একাংশ জলমগ্ন হয়ে রয়েছে। জল জমেছে সায়েন্স সিটির কাছেও। বেলঘরিয়া রোড, বর্ধমান রোড এবং আলিপুরের কিছু কিছু রাস্তায় জল জমেছে।
নাগাড়ে বৃষ্টির জেরে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের সামনের রাস্তায় জল জমার খবর পাওয়া গিয়েছে। পুরসভায় ঢোকার গেট সংলগ্ন রাস্তাতেও জল জমে রয়েছে।
এছাড়াও, পার্কসার্কাস সেভেন পয়েন্টের কাছে বিভিন্ন রাস্তায় জল জমেছে। বিশেষ করে এজেসি ফ্লাইওভারের ওঠার মুখে এবং নামার দিকে জল জমে রয়েছে।
আরও পড়ুন: আপনি কি চিংড়ি ভালবাসেন? বড় খবর, বাজারে অমিল হতে চলেছে চিংড়ি! কেন?
সব থেকে বেশি জল জমার খবর পাওয়া গিয়েছে নিউটাউন বাসস্ট্যান্ডের কাছে। সেখানকার গোটা রাস্তাই প্রায় জলমগ্ন।
নিউ টাউন নজরুল তীর্থ থেকে নিউ টাউন বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা পর্যন্ত প্রায় এক হাঁটু সমান জল জমে রয়েছে।
সকাল থেকে অবিরাম ধারাপাতে জলমগ্ন হয়েছে ভিআইপি রোডের হলদিরাম এয়ারপোর্ট সংলগ্ন রাস্তাও। সেখানেও প্রায় হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল শুরু, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে
রাস্তা থেকে জল বের করার ক্ষেত্রে সচেষ্ট হয়েছে কলকাতা পুরসভা। গতকাল রাত থেকেই কন্ট্রোলরুমে হাজির থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছিলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। তিনিও নির্দেশ দিয়েছেন শহরের কোথাও যেন জল জমে না থাকে সে বিষয়ে সুনিশ্চিত করা। সেই বিষয়েই তৎপর হয়েছে প্রশাসন এবং পুরসভা।
‘দানা’র প্রভাবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে শুক্রবার দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।