দেশ Cyclone Dana latest update: জন্ম নিয়েই শক্তি বাড়াল দানা, কত গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়? Gallery October 23, 2024 Bangla Digital Desk বঙ্গোপসাগরে জন্ম নিয়েই শক্তি বাড়াল ঘূর্ণিঝড় দানা৷ আজ সকালেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা৷ এর পরই গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়৷ ছবি-পিটিআই ভারতীয় আবহবিজ্ঞান দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত পর্যন্ত পূর্বমধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছিল৷ কিন্তু গতকাল রাতের পর থেকেই গতি বাড়িয়ে ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোতে থাকে ওই গভীর নিম্নচাপটি৷ বুধবার ভোরে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়৷ আগামিকাল সকালের মধ্যে সেটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে পরিণত হবে৷ ২৪ অক্টোবর রাতে অথবা ২৫ অক্টোবর ভোরের মধ্যেই এই ঘূর্ণিঝড় ওড়িশার ভিতরকনিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে৷ দানা ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশার উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে লাল সতর্কতা জারি করেছে তবে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, শক্তির বিচারে আমফানের তুলনায় অনেকটাই কম তাণ্ডব চালানোর কথা দানার৷ তবে ক্ষয়ক্ষতি অনেকটাই নির্ভর করে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে৷