দক্ষিণ ২৪ পরগনা: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। সেই ঘূর্ণিঝড় মোকাবিলায় চলছে চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যে প্রাশাসনিক বৈঠক সেরে ফেলেছে প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাতে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে পুরী থেকে সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ‘দানা’। সবথেকে বেশি উদ্বেগ বাড়ছে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে।
Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates
প্রাণহানি, সম্পদহানি ঠেকাতে মাঠে নামছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।এরমধ্যে বিদ্যুতের তার অনেক জায়গায় পোস্টার থেকে নামিয়ে ফেলা হচ্ছে। চলছে গাছ কাটার কাজ। এরইমধ্যে ‘দানা’র ঝাপটা সামাল দিতে সমস্ত প্রাশাসনিক বন্দোবস্ত করা হয়েছে।
বিগত কয়েক বছরে একের পর ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বাংলার বুকে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকাগুলি। ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের অন্যতম দুটি দ্বীপ মৌসুনি দ্বীপ ও ঘোড়ামারা দ্বীপের।সেজন্য এবার সেগুলিকে কীভাবে রক্ষা করা যায় তা নিয়েও চলে জোরদার আলোচনা।
দু’টি দ্বীপের পাশাপাশি নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, গঙ্গাসাগর উপকূল, পাথর প্রতিমার দীপাঞ্চলগুলো মিলিয়ে ৬৫টি বেহাল মাটির বাঁধ চিহ্নিত করা গিয়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে ১৭টি বাঁধের পরিস্থিতি সবথেকে বেশি খারাপ বলে জানা যাচ্ছে। সেগুলির দিকে বিশেষ নজর রয়েছে প্রশাসনের। সব মিলিয়ে এই ঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।
Nawab Mullick